বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান কাল থেকে শুরু
উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান কাল থেকে শুরু
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান কাল শুক্রবার (২৩ মার্চ) শুরু হবে। অনুষ্ঠানকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। ১ম দিন শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। ১ম পর্ব দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। বিকেলে ২য় পর্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ড. হাছান মাহমুদ এমপি। ২য় দিন শনিবার(২৪ মার্চ) দিনব্যাপী আড্ডা, স্মৃতিকথা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অন্ষ্ঠুানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। দুইদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও অনুষ্ঠানের আহবায়ক জসিম উদ্দিন তালুকদার। দুইদিনব্যাপী অনুষ্ঠানে প্রত্যেকদিন সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে । সাংষ্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। গতকাল বুধবার (২১ মার্চ) সন্ধ্যায় বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে লিখিত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জসিম উদ্দিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন লালা নগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ ও লালা নগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল প্রমুখ।





মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
ফেনী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি
রাউজানে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
চুয়েট ও সিএনআরডি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর