মঙ্গলবার ● ৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কৃষি » নওগাঁর উৎপাদিত মালটা চারা রপ্তানী হচ্ছে দেশের বিভিন্ন স্থানে
নওগাঁর উৎপাদিত মালটা চারা রপ্তানী হচ্ছে দেশের বিভিন্ন স্থানে
সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: (২০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৪মি.) নওগাঁর ধামইরহাটে নয়ন নার্সারীতে এখন উৎপাদিত হচ্ছে বৈদেশিক ভিটামিন সি জাতীয় ফল মালটার চারা। উৎপাদিত এই মালটার চারা ধামইরহাট থেকে জয়পুরহাট বগুড়া রংপুরসহ বিভিন্ন স্থানে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন নার্সারী মালিক।
ধামইরহাট উপজেলার দক্ষিন চকযদু গ্রামের মনছুর রহমানের ছেলে নয়ন নার্সারী (রেজি-০০০১৯) সত্বাধিকারী মো. আলতাব হোসেন জানান, দেশের বিভিন্ন স্থানে ভ্রমনে গিয়ে নার্সারী’র প্রতি আকৃষ্ট হন। সেই থেকে এলাকার পতিত প্রায় ৫ বিঘা জমি বর্গা (চুক্তি ভিত্তিক) নিয়ে ওই জমিতে নার্সারী তৈরী করেন। উন্নত জাতের বারী-১ ও পাকিস্থানি মালটার বীজ রোপন করে চারাগাছ তৈরী করে। এছাড়াও সেখানে ঝুড়ি কমলা, থাই লেবু, থাই পেয়ারা, বিদেশী গোলাপ, সূর্যমুখী চারা, চায়না ও বিভিন্ন জাতের লিচু চারা উৎপাদন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তার নার্সারী থেকে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে গাছ পাগল মানুষরা এসে এই মাল্টাসহ বিভিন্ন জাতের ফল গাছের চারা কিনে নিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি ডা. মো. ইউনুছ আলী জানান, তরুন উদ্যোক্তা আলতাব হোসেন তার নার্সারীতে উৎপাদিত মালটা চারা দেশের বিভিন্ন প্রান্তরে রপ্তানী হচ্ছে বলে আমরা গর্বিত, সরকারী পৃষ্ঠপোষকতা পেলে সে আরও একধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি। নয়ন নার্সারী শুধু নিজ উপজেলায় নয় নাম ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন জেলাতেও।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কায়সার ইকবাল জানান, তরুন এই সব উদ্যোক্তারা আরও মনোযোগ সহকারে উন্নত মানের এসব চারা উৎপাদন করলে শুধু মাত্র দেশেই নয় বিদেশেও রপ্তানি সম্ভব হবে ও দেশের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব হবে।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান