শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » ঢাকা » নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দল সমুহের ৩১ মে’র মধ্যে নিবন্ধনের দাবীতে মানবন্ধন
নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দল সমুহের ৩১ মে’র মধ্যে নিবন্ধনের দাবীতে মানবন্ধন
ঢাকা প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৬মি.) ৩১ মে’র পূর্বে নিবন্ধন প্রদানের দাবীতে বাংলাদেশ কংগ্রেস সহ নিবন্ধন প্রত্যাশী কয়েকটি রাজনৈতিক দল আজ ১২ মে শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করে। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বেঙ্গল জাতীয় কংগ্রেস, জনতার কথা বলে, দেশপ্রেমিক নাগরিক পার্টিসহ বিভিন্ন দল অংশ গ্রহণ করে। সভাপতির বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, অতি দ্রুত নিবন্ধন দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার পর্যাপ্ত সময় দিতে হবে। নির্বাচনী প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। সেজন্য ৩১ মে’র মধ্যে আমরা দলের নিবন্ধন চাই। বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান খাজা মহিবুল্লাহ শান্তিপুরী বলেন, নির্বাচনের মুখোমুখী নিবন্ধন দিলে নতুন দলগুলি কিভাবে নির্বাচনে অংশ নিবে ? বড় দলগুলি যেখানে ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে, সেখানে আমরা এখনো নিবন্ধন পেলাম না। বেঙ্গল জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে দ্রুত নতুন নতুন দলের নিবন্ধন দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান একেএম আবু হানিফ হৃদয় বলেন, নিবন্ধিত পুরাতন দলগুলির অধিকাংশের দৃশ্যমান কর্মকান্ড নেই। এখন দরকার গতিশীল নতুন দলগুলিকে নিবন্ধন দিয়ে দেশগঠনে কাজ করার সুযোগ প্রদান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।





রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে