শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » পাবনা জেলা হানাদার মুক্ত দিবস
পাবনা জেলা হানাদার মুক্ত দিবস

এস এম আলম, পাবনা, ১৮ ই ডিসেম্বর :: আজ পাবনা জেলা হানাদার মুক্ত দিবস৷ পুরাতন টেলিগ্রাফ অফিসে ২৬ জুন পাক আর্মিকে হত্যা করা হয় ১৯৭১ সালের ২৭ মার্চ৷ ঐ দিন হতে ১২ ই এপ্রিল পর্যন্ত মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রনে পাবনা মুক্ত থাকে ৷ পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পাকবাহিনীর বিরাট ক্যাম্প ছিল ৷ সেখান থেকে পাক আর্মি দালালদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের হত্যা করে এবং ঐ ক্যাম্প টর্চার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয় ও ব্যানিট চার্জ অগণিত মানুষকে নিশংস ভাবে সেখানে হত্যা করা হয় ৷ গোপালপুর গণহত্যায় শহীদদের গণকবরে ৬ জন শহীদ মুক্তিযোদ্ধা শায়িত রয়েছেন৷পাবনা জেলা ক্যাম্পস মুক্ত হয় ও পাক বাহিনী ভারত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে ১৮ ই ডিসেম্বর ৷ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন শেষের দিকে পাক বাহিনীর কাছ থেকে কামান দখল করা হয় যা বর্তমানে ৭১ এর স্মিৃতি হিসেবে পাবনা সার্কিট হাউসে রক্ষিত রয়েছে ৷ গণকবরস্থানে মোনাজাত পরিচালনা করেন জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ৷
আপলোড : ১৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.০৫ মিঃ





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান