রবিবার ● ২০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » মুক্তমত » স্কুল কলেজের সামনে বখাটের ইভটিজিং পুলিশ প্রশাসনের নজর নেই
স্কুল কলেজের সামনে বখাটের ইভটিজিং পুলিশ প্রশাসনের নজর নেই

চট্টগ্রাম মহানগরীর প্রায় স্কুল,কলেজের সামনে মাদকসেবী বখাটে যুবক কতৃক  প্রায় হয়রানীতে পড়তে হয় কলেজ,স্কুল পড়ুয়া ছাত্রীদের৷ ইভটিজিং এর  বিরুদ্ধে প্রতিটি স্থানে প্রায় সভা,মিছিল,প্রতিবাদ সভা হলেও ইভটিজিং  নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে বলে জানান আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার মহিলা  কলেজ,বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা৷ প্রতিদিন বিদ্যালয় বা কলেজে পড়াশুনা  করতে আসা ছাত্রীরা আসা,যাওয়া করতে বখাটে যুবকদের কবলে পড়তে হয় অন্যদিকে  শিক্ষার্থীদের ছবি ধারণ করেন বখাটে মাদকসেবী যুবকেরা৷বখাটে যুবকদের প্রেমের  প্রস্তাবে রাজি না হলে শিক্ষার্থীদের ছবি ফেসবুকে আপডেট করে সামাজিকভাবে  হয়রানী করা সহ অভিভাবকের থেকে চাওয়া হয় মোটা অংকের টাকা৷ এমন একটি অভিযোগ  উঠেছে চট্টগ্রাম জেলার পটিয়া সরকারী কলেজের এক বখাটে যুবক সাকিব রাবি্ব  নামের ইভটিজারের বিরুদ্ধে৷ সাকিব রাবি্ব তার ছবি ফেসবুকে দিয়ে  কলেজ,স্কুল পড়ুয়া মেয়েদের সাথে ফেস বুকে বন্ধুত্ব করে কৌশলে  কলেজ পড়ুয়া  মেয়েদের শিশু পার্ক, সিআরবি পার্ক,তার বন্ধুদের বাসায়  বেড়াতে নিয়ে নগ্ন  ছবি তার মোবাইলে তুলে মেয়েদের হয়রানীতে ফেলে ইজ্জত পর্যন্ত নষ্ট করে থাকেন  বলে জানান কলেজ পড়ুয়া এক ছাত্রী৷ কলেজ বা স্কুল পড়ুয়া মেয়েদের হাতের মোবাইল  নাম্বার সংগ্রহ করে বিভিন্ন বখাটে মাদক সেবী যুবকেরা ,মোবাইল নাম্বারে  ফোন করে তাদের নামে ফেসবুক খুলে সেসব মহিলাদের নামে ফেসবুক হিসাব খুলে  বন্ধুত্ব করা হয় সহজেই৷ অনেক বখাটে যুবক মোটেই পড়াশুনা না করেও নিজেদের  কলেজ বা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় লাগিয়ে ফেসবুক খুলে প্রতারনা করে আসছে  স্কুল বা কলেজের ছাত্রীদের সাথে৷অনেক প্রতারক মেয়েদের সাথে বন্ধুত্ব করে  কলেজ বা স্কুল পড়ুয়া ছাত্রীদের সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করে অপহরন  বা দালালের নিকট বিক্রি করে অর্থ হাতিয়ে নেয় এমন অনেক অভিযোগ প্রতিদিন  সংবাদপত্র খুললে দেখা যায়৷ প্রতিটি ছাত্রীদের অভিভাবকদের নিকট অনুরোধ বাচ্চা  শিশুদের হাতে মোবাইল বা তাদের নামে ফেসবুক খোলা থেকে বিরত থাকুন প্রতিটি  দিন খবর নিন আপনার সন্তান ঠিকমত বিদ্যালয়ে অধ্যায়ন করছে কিনা৷ প্রতিটি থানা  পুলিশ নজর রাখতে হবে প্রতিটি বিদ্যালয় এলাকায়৷ আগ্রাবাদ সরকারী কলোনী  বালিকা বিদ্যালয়,টি এন্ডটি কলোনী বিদ্যালয়,আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা  কলেজ বিদ্যালয় সহ আশপাশের এলাকা অলিগলি,পার্ক এলাকায় বখাটে যুবক থেকে  স্কুল,কলেজ পড়ুয়া ছাত্রীদের কিভাবে রৰা যায় সেদিকে নজর রাখতে সিএমপি  কমিশনার আব্দুল জলিল মন্ডলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আগ্রাবাদ সিডিএ  মহিলা কলেজ এর ছাত্রীরা ৷
আব্দুল করিম , আগ্রাবাদ, চট্টগ্রাম।

      
      
      



    আন্তর্জাতিক ‘আদিবাসী’ দিবসকে ব্যবহার করে রাষ্ট্রবিরোধী চক্রান্ত    
    সোনালী চিল    
    যোগ্যজন নির্বাচন এবং জাতীয় ভোটারদিবস-২০২৩    
    প্রধান শিক্ষককে ফিরে পেতে ছাত্র-ছাত্রীদের আকুতি    
    সুন্দর সমাজ বিনির্মাণে ভোট প্রদান নাগরিকের দায়িত্ব    
    প্রকাশিত সংবাদের প্রতিবাদের নামে ষড়যন্ত্র কুচক্রীমহলের    
    অবচাঁন রাজার গবচাঁন মন্ত্রীর গল্প    
    চলচ্চিত্রের নায়িকা, মডেলসহ নারীকে গ্রেফতারের ঘটনা জাতীয় ইস্যুতে পরিনত করায় শ্রমজীবী নারী মৈত্রীর নিন্দা    
    নোয়াখালী বিভাগের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি