রবিবার ● ১৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার : এলাকাবাসির মানববন্ধন
গাইবান্ধায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার : এলাকাবাসির মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৯মি.) সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ঝাউবাড়ি গ্রামে ৩য় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় আসামি বিনয় চন্দ্র দাসকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার এলাকাবাসির উদ্যোগে ঝাউবাড়ি গ্রামে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।
উল্লেখ্য, সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ঝাউবাড়ি গ্রামে ১৪ আগস্ট রাতে (আকাশ কুমার দাস) বাড়ির পার্শ্ববর্তী মনোহারী দোকানে টিভি দেখতে যায়। এরপর একই এলাকার লম্পট বিনয় চন্দ্র মোবাইলে গেম খেলার কথা বলে তাকে ফুসলিয়ে বাড়ির পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে জোর পূর্বক বলাৎকার করতে থাকে। এ ঘটনায় শিশুটি চিৎকার করতে থাকলে শিশুটির দাদি রেনুবালা ঘটনাস্থলে উপস্থিত হইলে আসামি বিনয় চন্দ্র দাস দৌড়িয়ে পালিয়ে যায়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্বপন চন্দ্র দাস বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
এদিকে মামলা দায়েরের পর থেকে বিনয় চন্দ্র ও তার পরিবার বাদির পরিবারকে নানা ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
মানববন্ধন চলাকালে শিশুটির বাবা স্বপন চন্দ্র দাসসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রউফ মিয়া, ইউপি সদস্য মো.ডিপটি মিয়া, সুভাশ রায় ও অনুপম দে প্রমুখ।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ