বুধবার ● ২২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
 বাগেরহাট অফিস ::  (৭ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩১মি.) বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল- আযহা পালিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ষাটগম্বুজ মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের দ্বিতীয় অনুষ্ঠিত হয়। জেলার বাইরে থেকেও শত শত মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন।
ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহীন হোসেন, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ প্রশাসনের কর্মকর্তারা ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের জামাতে, সরকার, দেশ ও জাতীর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এছাড়া জেলার অন্যান্য ঈদগাহ এবং বিভিন্ন জামে মসজিদে শান্তিপূর্ন পরিবেশে নির্ধারিত সময়ে পবিত্র ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হয়।এছাড়া জেলার উচ্চ
পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ এখানে এ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
ওয়ার্ল্ড হেরিটেজ ষাটগুম্বজ মসজিদে ঈদের জামাতের মুসল্লিদের নিশ্ছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত ছিল।

      
      
      



    কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক    
    ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী    
    চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়    
    কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার    
    কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত    
    কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন    
    জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে    
    কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ    
    ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি    
    কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী