শনিবার ● ৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ মীরগঞ্জ সেতু
গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ মীরগঞ্জ সেতু
গাইবান্ধা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুর সড়কের ডাক বাংলো সংলগ্ন ঝুঁকিপূর্ণ মীরগঞ্জ সেতুটি যে কোন মুহুর্তে ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তারপরও থেমে নেই ভারী যানবাহনসহ পথচারিদের চলাফেরা। প্রতিদিন হাজারও স্কুল-কলেজগামী ছেলে-মেয়েরা ওই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুটির মাঝে তিনটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। রেলিং ভেঙে গেছে। পথচারীদের সর্তক করার জন্য স্থানীয়রা গাছের ডাল ওই গর্তের মধ্যে দাড় করিয়ে ভাঙা খাঁচা ঝুঁলিয়ে দিয়েছে।
পৌরসভা এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ব্রিটিশ আমলে মীরগঞ্জ খালের উপর নির্মাণ করা হয় সেতুটি। দীর্ঘদিন পর চলতি বছরের শুরুতে ওই সেতুটি হতে ২০০ মিটার দক্ষিণ পার্শে¦ নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেছে এলজিইডি। ধীর গতিতে চলছে নির্মাণ কাজ। স্থানীয়দের দাবী যেভাবে সেতুর কাজ চলছে তাতে করে, আগামী ২ বছরেরও সেতুর নির্মাণ কাজ শেষ হবে না। বাইপাস সেতু নির্মাণ না করায় ওই ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে চলাচল হুমকির সম্মুখিন হয়ে দাড়িয়েছে। মীরগঞ্জ বাজারটি উপজেলার একটি বৃহৎ বাণিজ্যিক বাজার ও আরদখানা। ক্রেতা বিক্রেতাদের মালামাল নিয়ে আসা ব্যয় বহুল এবং কষ্টকর হয়ে পড়েছে।
পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুন জানান, নতুন সেতু নির্মাণের কাজ চলছে। তবে সেতুটি কয়েক জায়গায় ভেঙে যাওয়ায় বর্তমান পথচারিদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অতিদ্রুত ঠিকাদারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর জানান, খালের মধ্যে পানি থাকায় আপাতত কাজ বন্ধ রয়েছে। তবে সেতুটির কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেয়া হয়েছে।





নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোন আপোষ নেই
পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার