শনিবার ● ২৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গণজোয়ার থামানোর ক্ষমতা শ্রীপুরে নৌকার নেই - হান্নান শাহ
গণজোয়ার থামানোর ক্ষমতা শ্রীপুরে নৌকার নেই - হান্নান শাহ

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ মন্তব্য করেছেন, তারা যদি ভোট ডাকাতি-লুট না করতে পারে, তবে তারা কিছুতেই জিততে পারবে না ৷ যেই গণজোয়ারের সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার থামানোর ক্ষমতা নৌকার শ্রীপুরে ইনশাল্লাহ নেই ৷
তিনি বলেন, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মার্কা হলো ধানের শীষ ৷ মারামারি-কাটাকাটি তারা করুক, আমরা করব না৷ আমরা আচরণবিধি ভাঙ্গব না ৷ কারণ নিশ্চিত বিজয় আমাদের৷ নির্বাচনের দিন হলো অগি্নপরীক্ষা ৷ এ অগ্নি পরীক্ষায় আমাদেরকে জিততে হবে ৷
তিনি ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর টেংরা সড়ক মোড় এলাকায় শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি’র প্রার্থী মো: শহিদুল্লাহ শহিদের পক্ষে পথসভায় এসব কথা বলেন ৷
হান্নান শাহ বলেন, আমদের হাতে রক্তের দাগ নেই ৷ কেউ বলতে পারবেনা আমাদের প্রার্থী বা আমরা কোনভাবে অন্যায় কাজের সঙ্গে লিপ্ত৷ আপনারা যদি কাজ করেন ৷ ভোটারদের এনে ভোট দেওয়ান এবং ভোটকে রক্ষা করেন, কেউ যাতে ভোট ছিনতাই করে না নিয়ে যেতে পারে ৷ নেতাকর্মীরা সম্মিলতভাবে প্রচেষ্টা চালালে আগামী ৩০ ডিসেম্বরে বিজয় অবশ্যই ধানের শীষের হবে ৷ আমদের প্রার্থী ভাল, কর্মী ভাল, ভোটাররা ভোট দিতে চায়, সেটা আমরা দেখেছি উপজেলা নির্বাচনের সময় ৷ এখান থেকে আমরা ডাবল ভোট পেয়েছি৷ মো: মোতালেব জয়ী হয়েছিল ৷ তাকে জোর করে ফেল করানো হয়েছিল৷ সে জন্য আমরা সরকারকে নিন্দা জানাচ্ছি ৷ সেটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই৷ এবার আগে থেকে সাবধান৷ আমরা ভোট ডাকাতি করতে দেব না ৷
এ সময় মাওলানা এস এম রুহুল আমীন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা: রফিকুল ইসলাম বচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, প্রার্থী শহিদুল্লাহ শহিদ, বিএনপি নেতা সিরাজ উদ্দিন কাঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন ৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ