শুক্রবার ● ৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বিএনপি নেতা তাহিদ ও রুহেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার-৩
বিশ্বনাথে বিএনপি নেতা তাহিদ ও রুহেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার-৩
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সভাপতি ও দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার আলাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে বিশ্বনাথ থানা পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম।
এছাড়া বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন : উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নাজমুল ইসলাম রুহেল ও উপজেলা লামাকাজি ইউনিয়ন ছাত্রদল নেতা জুবায়ের আহমদ।
আজ শুক্রবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বিএনপি ও ছাত্রদল নেতা গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার (ওসি) তদন্ত দুলাল আকন্দ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। আগামীকাল শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।





শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন