মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » সেনাবাহিনীর উদ্যেগে মহালছড়িতে কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প উদ্বোধন
সেনাবাহিনীর উদ্যেগে মহালছড়িতে কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প উদ্বোধন
মহালছড়ি প্রতিনিধি :: (১৩ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.) খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যেগে আয়োজিত কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প উদ্বোধন করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি। আজ ২৭ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে মহালছড়ি টাউন হলে জোনের আওতাধীন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে পাহাড়ি বাঙ্গালী বেকার যুবক-যুবতী মিলে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহনে ১৫ দিন ব্যাপী এ কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে প্রশিক্ষণ শুরু করা হয়।
এ সময় জোন অধিনায়ক ট্রেনিং ক্যাম্প উদ্বোধনকালে বলেন, মহালছড়ি জোনের পক্ষ থেকে বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে প্রতি মাসে কমপক্ষে ৩-৪ বার মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে গরীব ও দুস্থ মানুষের ওষুধ সরবরাহ ও চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। এ অভিজ্ঞতা থেকে তিনি বলেন, নানা কারণে দুর্ঘটনায় কবলিত হয়ে প্রাথমিক চিকিৎসার অভাবে অনেকে জীবনের চরম পরিণতি ভোগ করতে হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকার সেইসব চিকিৎসা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে দুর্গম এলাকা থেকে বেকার যুবক-যুবতীদের এনে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিতে মহালছড়ি জোনের পক্ষ থেকে কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ক্যাম্প চালু করার উদ্যেগ গ্রহণ করা হয়েছে। যাতে করে তাঁরা প্রশিক্ষিত হয়ে নিজ নিজ এলাকায় চিকিৎসাসেবা দিতে পারে।
জোন অধিনায়ক প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, জেলা ও বিভাগীয় থেকে স্বনামধন্য ডাক্তারের উপস্থিতিতে ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণে যাঁরা মনোযোগী হবেন তাঁরা নিজ গ্রামে যে কোন রোগীর প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন। সমাপনী দিনে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যোগ্যতানুযায়ী সার্টিফিকেট প্রদান করা হবে। সকল প্রশিক্ষণার্থীকে নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহন করে প্রশিক্ষকের নির্দেশনার উপড় মনযোগী হওয়ার আহবান জানান তিনি।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী