বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » সরফভাটা স্কুলে বায়োমেট্রিক হাজিরা উদ্বোধন
সরফভাটা স্কুলে বায়োমেট্রিক হাজিরা উদ্বোধন
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীদের হাজিরা পদ্ধতি চালু হয়েছে।
আজ বুধবার (৬ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা। শিক্ষক আবদুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মুজিবুল ইসলাম সরফী।
বক্তব্য দেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কান্তি ধর, অভিভাবক প্রতিনিধি মাহবুবুল আলম, শহীদুল্লাহ চৌধুরী, মাহবুবুর রহমান, শিক্ষার্থীদের অভিভাবক শাহাদাত হোসেন, নুরুল আবছার, গোপাল কৃষ্ণশীল প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৮ শ শিক্ষার্থীদের মাঝে পা কার্ড বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামরা ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে শ্রেণি কার্যক্রম পরিচালনা করার সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের নিজস্ব একটি ওয়েবসাইট করার কাজ চলতেছে। যেটিতে প্রত্যেক শিক্ষার্থীর যাবতীয় ডাটা এক ক্লিকে পাওয়া যাবে এবং বিদ্যালয় ও বোর্ডের যাবতীয় ফলাফল অভিভাবকরা ঘরে বসে মোবাইল থেকে সংগ্রহ করতে পারবেন। এভাবে মফস্বলের এই প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি নির্ভর যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ধাপে ধাপে কাজ করা হচ্ছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। ’





ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত