সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় ইরি-বোরো ক্ষেতে কৃষকের সোনালি স্বপ্নের হাতছানি
গাইবান্ধায় ইরি-বোরো ক্ষেতে কৃষকের সোনালি স্বপ্নের হাতছানি
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে এখন দিগন্তজুড়ে নজর কাড়ছে ইরি-বোরো ধান ক্ষেত। কৃষকের কাঙ্খিত সোনালি স্বপ্নের এ ক্ষেত এখন গাঢ় সবুজে পরিণত হয়েছে। গ্রীস্মের হাওয়ায় দুলছে ধানের শীষগুলো। এবার আশানুরূপ ফলন পেতে ইতোমধ্যে সার প্রয়োগ ও আগাছা পরিচর্যার কাজ শেষ করেছেন কৃষকরা। কাঙ্খিত ফলন পাওয়ার আশা করছেন কৃষক। ফসলের মাঠে এখন কৃষকের সোনালী স্বপ্নের হাতছানি।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৭৫ হেক্টর জমিতে। এরমধ্যে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের ধান রয়েছে।
গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলার কৃষক মজনু মিয়া ও আজাহার আলী বলেন, ‘চলমান আবহাওয়ার বিরূপ প্রক্রিয়া না ঘটলে গত বছরের তুলনায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার কৃষক রশিদুল ইসলাম বলেন, সম্প্রতি ধানক্ষেতে কিছু পোকার আক্রম দেখা গেছে। এসব পোকা দমনে কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না।
কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, কৃষকদের ভাল ফলন পেতে ইতোমধ্যে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। ধানচাষাবাদে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছি।
নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
গাইবান্ধা :: ফেনীর সোনাগাজীতে মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও গাইবান্ধায় রবিদাস সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা এই মানববন্ধন কর্মষূচির আয়োজন করে। মানববন্ধনে রবিদাস সম্প্রদায়ের ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি রণজিত বকসী সূর্য, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাংবাদিক গোবিন্দলাল দাস, পুরোহিত কল্যাণ সমিতির জেলা সভাপতি শংকর চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, সুজন প্রসাদ, সুদেব চৌধুরী, দীপক রায়, বিরতী রঞ্জন সরকার, মাখন চন্দ্র সরকার, চঞ্চল সাহা, রকি দেব, সুনীল রবিদাস, জতিয়া রবিদাস প্রমুখ।
বক্তারা এই ধরণের নৃশংস ঘটনার বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে নুসরাত জাহান রাফির হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে রবিদাস সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানান এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান