শনিবার ● ২৫ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ
হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদীতে কার্পজাতীয় মা মাছ নমুনা ডিম ছেড়েছে। আজ ২৫ মে শনিবারর সকাল থেকে বিভিন্ন স্থানে ডিম ছেড়েছে মা মাছ এসময় সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেন।
সকালে রুই, কাতলা, মৃগেল, জাতের মা মাছ এই নমুনা ডিম ছাড়ে। যেকোনো মুহূর্তে মা মাছ ডিম ছাড়তে পারে বলে মনে করেন ডিম সংগ্রহকারীরা। গতকাল প্রচুর বৃষ্টিপাত ও ব্রজপাত হওয়ার ফলে অাশা জাগে সবার মধ্য। এছাড়াও যেকোনো মুহূর্তে মা মাছ ডিম ছাড়তে পারে এমন খবর পাওয়ায় সকাল থেকে ডিম সংগ্রহের জন্য হালদা পারে শত শত ডিম আহরণকারী ডিঙ্গি নৌকা ও ডিম সংগ্রহের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নদীতে অপেক্ষায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গড়দুয়ারা নোয়া হাট, আজিমের ঘাট, সিপাহির ঘাট, বারিয়াঘোনা এলাকায় শত শত ডিম আহরণকারীকে নৌকা ও ডিম সংগ্রহ করার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সকাল থেকে অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয়ে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে কামাল উদ্দিন সওদাগর জানান, আজ শনিবার ভোর রাত থেকে শত শত ডিম আহরণকারীকে নৌকা নিয়ে ডিম সংগ্রহ করার জন্য অপেক্ষা করলে। সকালে হতে নদীতে জাল ফেলে মা মাছের ডিমের নমুনা পাওয়া যায়। তিনি আরোও বলেন, যেকোনো মুহূর্তে পুরোদমে মা মাছ ডিম ছাড়তে পারে। তবে বৃষ্টিপাত পর্যাপ্ত না হওয়াতে মা মাছ ডিম ছাড়েনি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। এটি আমাদের জাতীয় সম্পদ। আমি দায়িত্ব পাওয়ার পরপরই হালদাকে প্রতিনিয়ত আমি গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ পালন করছি। গত সময় ধরে হালদা নদী থেকে ইঞ্জিন চালিত নৌকা জব্দ, নিষিদ্ধ জাল ধ্বংসসহ হালদার দূষণ কমাতে নিয়মিত অভিযান চলে।
তিনি আরোও বলেন, ডিম সংগ্রহকারীরা যাতে ভালো ডিম সংগ্রহ করতে পারেন এজন্য মা মাছ সংরক্ষণের উপর জোর দিই। ডিম থেকে রেণু তৈরির কুয়াগুলো সংস্কারের উদ্যোগ নিই। এবার আশা করছি ভালো ডিম সংগ্রহ করা যাবে হালদা থেকে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত