শনিবার ● ২৫ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ
হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদীতে কার্পজাতীয় মা মাছ নমুনা ডিম ছেড়েছে। আজ ২৫ মে শনিবারর সকাল থেকে বিভিন্ন স্থানে ডিম ছেড়েছে মা মাছ এসময় সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেন।
সকালে রুই, কাতলা, মৃগেল, জাতের মা মাছ এই নমুনা ডিম ছাড়ে। যেকোনো মুহূর্তে মা মাছ ডিম ছাড়তে পারে বলে মনে করেন ডিম সংগ্রহকারীরা। গতকাল প্রচুর বৃষ্টিপাত ও ব্রজপাত হওয়ার ফলে অাশা জাগে সবার মধ্য। এছাড়াও যেকোনো মুহূর্তে মা মাছ ডিম ছাড়তে পারে এমন খবর পাওয়ায় সকাল থেকে ডিম সংগ্রহের জন্য হালদা পারে শত শত ডিম আহরণকারী ডিঙ্গি নৌকা ও ডিম সংগ্রহের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নদীতে অপেক্ষায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গড়দুয়ারা নোয়া হাট, আজিমের ঘাট, সিপাহির ঘাট, বারিয়াঘোনা এলাকায় শত শত ডিম আহরণকারীকে নৌকা ও ডিম সংগ্রহ করার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সকাল থেকে অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয়ে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে কামাল উদ্দিন সওদাগর জানান, আজ শনিবার ভোর রাত থেকে শত শত ডিম আহরণকারীকে নৌকা নিয়ে ডিম সংগ্রহ করার জন্য অপেক্ষা করলে। সকালে হতে নদীতে জাল ফেলে মা মাছের ডিমের নমুনা পাওয়া যায়। তিনি আরোও বলেন, যেকোনো মুহূর্তে পুরোদমে মা মাছ ডিম ছাড়তে পারে। তবে বৃষ্টিপাত পর্যাপ্ত না হওয়াতে মা মাছ ডিম ছাড়েনি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। এটি আমাদের জাতীয় সম্পদ। আমি দায়িত্ব পাওয়ার পরপরই হালদাকে প্রতিনিয়ত আমি গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ পালন করছি। গত সময় ধরে হালদা নদী থেকে ইঞ্জিন চালিত নৌকা জব্দ, নিষিদ্ধ জাল ধ্বংসসহ হালদার দূষণ কমাতে নিয়মিত অভিযান চলে।
তিনি আরোও বলেন, ডিম সংগ্রহকারীরা যাতে ভালো ডিম সংগ্রহ করতে পারেন এজন্য মা মাছ সংরক্ষণের উপর জোর দিই। ডিম থেকে রেণু তৈরির কুয়াগুলো সংস্কারের উদ্যোগ নিই। এবার আশা করছি ভালো ডিম সংগ্রহ করা যাবে হালদা থেকে।





মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম