মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » কৃষি » সরকারের কাছে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবী ঈশ্বরদীর আম চাষীদের
সরকারের কাছে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবী ঈশ্বরদীর আম চাষীদের
ঈশ্বরদী প্রতিনিধি :: আবহাওয়া অনুকুলে থাকায় এবার ঈশ্বরদীতে আম ও কাঠালের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নে বানিজ্যিক ভাবে আম ও কাঠালের চাষ করা হয়না। তার পরও এখানে এসব ফল চাষের প্রতি চাষীদের আগ্রহ বেশী। এ জন্য ঈশ্বরদীতে পাঁচ’শ পঁঞ্চাশ হেক্টর জমিতে আম ও সাড়ে চার’শ হেক্টর জমিতে কাঠালের আবাদ করা হয়েছে। এবার প্রায় এক’শ কোটি টাকারও বেশী আম-কাঁঠাল উৎপাদন হয়েছে। এখানে আবাদকৃত আমের মধ্যে ল্যাংড়া,খিরসা পাত,আম্রপালি,বারি আম-৪সহ বিভিন্ন জাতের আমের আবাদ করা উল্লেখযোগ্য। মাজদিয়া ইসলাম পাড়ার মতলেব মিয়া পঁয়ত্রিশ বছর ধরে বিশাল বাগানে বিভিন্ন জাতের আম ও কাঠালের আবাদ করে আর্থিক লাভবান হয়েছেন। এবারও তার বাগানে আম-কাঠালের বাম্পার ফলন হয়েছে কিন্ত আশানুরুপ দাম না পাওয়ায় এবার মতলেব মিয়া হতাশ হয়ে পড়েছেন। চাষীদের দাবি এখানে গবেষনাগার ও সংরক্ষনের ব্যাবস্থা থাকলে চাষীরা বাণিজ্যিকভাবে চাষ করে আর্থিক উন্নয়ন ঘটাতে পারতো। ঈশ্বরদীতে যদি একটি আম-কাঠালের গবেষনাগার স্থাপন করে চাষীদের প্রশিক্ষন দেয়া হয় তাহলে এ অঞ্চলের চাষীরা ব্যপক সাফল্য অর্জন করতে পারবে । তারা বলেন,ঈশ্বরদীতে রেকর্ড পরিমান বানিজ্যিক হারে আম-কাঠাল আবাদ করা সম্ভব হবে । ইতি মধ্যে বাণিজ্যিক ভাবে আমের বাম্পার ফলনের জন্য পতিত ও চরের জমিতে আমের আবাদের পরিকল্পনা নেওয়া হয়েছে । ঈশ্বরদীর সাত ইউনিয়নসহ পতিত ও চরের জমিতে আমের আবাদ করতে পারলে ঢাকা,চট্টগ্রামসহ সারাদেশে ঈশ্বরদীর আমের ব্যাপক চাহিদা সৃষ্টি হবে এবং চাষীদের মধ্যেও আম আবাদে ব্যাপক আগ্রহ সৃষ্টি হবে। চাষীদের জন্য ঈশ্বরদীতে আমকাঁঠাল গবেষণাগার ও চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে আবাদ ও ফলন বৃদ্ধি পাবে এবং চাষীদের পাশাপাশি দেশও আর্থিকভাবে লাভবান হবে। ঈশ্বরদী এলাকায় আবাদ বৃদ্ধি করার জন্য পতিত ও চরের জমিতে আম অবাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং সেই মোতাবেক কৃষি অফিষ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান