বুধবার ● ২৬ জুন ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার
স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে ৬ষ্ঠ শ্রেণীর এক মুসলীম স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে হিন্দু ধর্মীয় সমিত ঘোষ (২৭) নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার নগরবাথান গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সদর উপজেলার রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রাইভেট পড়াতেন সমিত ঘোষ। সকালে নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে গেলে অন্য দু’জন শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে শ্লীলতাহানী করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সমিত ঘোষকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত সমিত নগরবাথান ঘোষপাড়ার দুলাল ঘোষের ছেলে।
শৈলকুপায় একজনের জমি অন্যজনের নামে রেজিস্ট্রি করলেন
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাব রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য ও উমেদপুর ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা সুবাস সাহার বিরুদ্ধে ঘুষ নিয়ে একজনের জমি অন্যজনের নামে রেজিষ্ট্রি করার গুরুতর অভিযোগ উঠেছে। ফলে জমি নিয়ে ওই এলাকায় মামলা হামলার পাশাপাশি সামাজিক দাঙ্গা ও অস্থিরতার আশংকা করছেন এলাকাবাসি। শৈলকুপার উমেদপুর ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের আব্দুর রব অভিযোগ করেন, ওই গ্রামের নাদের হেসেন বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান উমেদপুর ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা সুবাস সাহার মাধ্যমে ভুয়া পরচা বানিয়ে তিন ব্যক্তির কাছে জমি বিক্রি করেছেন। সাব রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য কাগজপত্র যাচাই না করেই ওই জমি রেজিস্ট্রি করে দেন। তথ্য নিয়ে জানা গেছে ২০১৮ সালের ১২ আগষ্ট ৪৮৪২ নম্বর কোবলা দলিলে আড়–য়াকান্দি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জামিরুল লস্করের কাছে দুই শতক, একই বছরের ৩০ সেপ্টম্বর ৫৮৮৮ দলিলে লুৎফর রহমানের ছেলে মিজানুর রহমানের কাছে ১৪ শতক এবং ১৩ নভেম্বর ৭১৪১ নম্বর দলিলে আব্দুর রশিদের ছেলে রাশিদুলের কাছে আরও দুই শতক জমি বিক্রি করে দেন। রেজিস্ট্রিকৃত দাগগুলোর অস্তিত্ব জমাখারিজ কাগজপত্র ও খতিয়ানে নেই। শৈলকুপা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইফতেখার ইউনুস মনে করেন ওই কাগজপত্রগুলো ছিল জাল। জাল কাগজপত্র তৈরী করে জমি রেজিষ্ট্রি হওয়ার পর ক্রেতারা ওই জমিতে ঘরবাড়িও তৈরী করেছেন। এলাকায় সরেজমিন গিয়ে জানা গেছে, জমি বিক্রেতা হাবিবর রহমানের ভাই আব্দুর রব ভায়ের বিরুদ্ধে আদালতে মামলা করলে বিষয়টি ফাঁস হয়ে পড়ে। শৈলকুপার উমেদপুর ইউনিয়ন ভুমি অফিসের সহকারি ভূমি অফিসার সুবাস সাহাকে তদন্তের ভার দিলেও তিনি মালপানি খেয়ে ওইসব জমি ক্রেতাদের দখলে আছে মর্মে আদালতে প্রতিবেদন জমা দেন। বিষয়টি আরও জটিল হলে আদালতের নির্দেশে শৈলকুপা থানাকে পুণরায় তদন্তের নির্দেশ দেন। থানার একজন সাব ইন্সপেক্টর অধিকতর তদন্ত করে প্রকৃত বিষয় উল্লেখ করেন। প্রতিবেদনে একজনের জমি অন্যের নামে বিক্রি করার তথ্য প্রমানিত হয়। বিষয়টি নিয়ে উমেদপুর ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন সহকারি ভূমি অফিসার সুবাস বলেন, তিনি যেটি করেছেন সঠিক করেছেন। উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লার সাথে আলাপ করলে তিনি জানান, জমি বিক্রির ফলে এলাকায় সৃষ্ট সহিংসতা ঠেকাতে একাধিকবার তিনি ও তার মেম্বরা শালিস বৈঠক করেছেন। আদালতে ইউনিয়ন ভুমি অফিসারের দাখিল করা প্রতিবেদনের কারণে এই জটিলতা নিরসন করা কঠিন হয়ে পড়েছে বলেও চেয়ারম্যান সাব্দার মোল্লা মনে করেন। শৈলকুপার সাব রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্যের সাথে আলাপ করলে তিনি জানান, প্রতিদিন কাজের চাপে কোনটি আসল আর কোনটি নকল তা চেনার উপায় থাকেনা। তাছাড়া, জমি রেজিস্ট্রেশনের সময় কাগজপত্র যাচাই করে দেখার বিধান নেই। ফলে রেজিস্ট্রির জন্য যেসব কাগজপত্র দাখিল করা হয় তাতের ওপর ভিত্তি করেই তিনি রেজিস্ট্রি করে দেন। এব্যাপারে ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার আব্দুল মালেকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
ঝিনাইদহে শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে করনীয় বিষয়ক কর্মশালা
ঝিনাইদহ :: ঝিনাইদহে শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে করনীয় বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সৃজনী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডেভেলপমেন্টা (সিসিডি) এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে রেডিও ঝিনুক। সৃজনী বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তোবারেক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার রুবেল হাওলাদার, সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব আলী, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার। এসময় বক্তারা, শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, এনজিও প্রতিনিধিসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

      
      
      



    কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক    
    ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী    
    চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়    
    কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার    
    কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত    
    কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন    
    জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে    
    কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ    
    ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি    
    কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী