রবিবার ● ১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে যুব রেড ক্রিসেন্ট এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
মহালছড়িতে যুব রেড ক্রিসেন্ট এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ১ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৯টায় মহালছড়ি যুব রেড ক্রিসেন্ট শাখা এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সারা দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহালছড়ি বাজারের পানির টাংকিসহ আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও মহালছড়ির নিচের বাজার এলাকায় জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ চালায় যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, উপ-যুব প্রধান ও উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি রিপন ওঝা, যুব রেড ক্রিসেন্টের স্বাস্থ্য বিভাগীয় প্রধান রিমন মিয়া, জনসংযোগ প্রধান খলিলুর রহমান, প্রশিক্ষণ প্রধান বিনয় ভূষণ শাস্ত্রী, মহালছড়ি আলোর ফেরিওয়ালা সংগঠনের সভাপতি আলমগীর হোসেন জনি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিডি ক্লিন এর উপ সমন্বয়ক কাকন কর্মকার ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারন মানুষ অংশগ্রহণ করেন।
যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আব্দুর রশিদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ থাকার বার্তা ছড়িয়ে দেওয়াই হচ্ছে যুব রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য। এই সময় তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতনতার মাধ্যমে সবাইকে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহবান জানান।





চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী
দীঘিনালায় ইউপিডিএফ ও পিসিজেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা