শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » কাব্য বিলাসের সদস্যদের জাতীয় নাট্য উৎসবের সনদ প্রদান
কাব্য বিলাসের সদস্যদের জাতীয় নাট্য উৎসবের সনদ প্রদান
ঢাকা প্রতিনিধি :: জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃকিত উৎসবে এর সনদ কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সদস্যদের হাতে তুলে দেওয়া হল।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওলার নিজস্ব মহড়া কক্ষে দলের সদস্যদের সনদ তুলে দেন অধ্যক্ষ ও গীতিকার মিজানুর রহমান ভূঁইয়া।
২০ থেকে ২৮ সেপ্টেম্বর জাতীয় শিল্পকলায় দেশের ৬৩ জেলার দশ হাজার শিশু-কিশোরদের নিয়ে শুরু হয় জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃকিত উৎসব।
উৎসবে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস নাট্য গোষ্ঠী মঞ্চায়ন করে রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় ‘কপাল’।
নদী ভাঙ্গা মানুষের জীবন চিত্রের গল্প অবলম্বনে কপাল নাটকটি সব শ্রেনীর দর্শকের হৃদয় ছুঁয়ে যায়।
অধ্যক্ষ ও গীতিকার মিজানুর রহমান ভূঁইয়া সনদ প্রদান অনুষ্ঠানে বলেন, নাট্য চর্চার ফলে শিশু-কিশোরেরা মাদক থেকে দূরে থাকে। নাটক মানুষকে সুন্দর ভাবে কথা বলতে ও সব শ্রেণীর মানুষের সাথে মিশতে সহযোগীতা করে। নাটক একটি সাধনা। এই সাধনায় যারা থাকে তারা কখনই বিপথে যেতে পারে না।
কপাল নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে, মো: নাঈম, মালিহা বিশ্বাস, রাসেল, চাঁদনী নূর, আশরাফুল ইসলাম, অন্তর সরকার, নূর ইসলাম খান মামুন, মো: রিজন, মেহেদী হাসান, মনিকা বিশ্বাস, মিত্রা বিশ্বাস সহ আরো অনেকে। দলের পক্ষ থেকে মো: নাঈম জাতীয় ভাবে মঞ্চকুড়ি পদক অর্জণ করে। এবার নাট্য উৎসবে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর অফিসিয়াল সহযোগী ছিল মীর সিরামিক্স।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।





রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি