রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত কারিগররা
দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত কারিগররা

পঞ্চগড় প্রতিনিধি :: ২৭ সেপ্টেম্বর : পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রায় শতাধিক মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। আশ্বিনের খরতাপে হেমন্তের ভরা যৌবনে এ মহোৎসবকে জাঁকজমক করে তুলতে মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি ও নানান উৎসবের আয়োজন।
আগামী ১৯ অক্টোবর ও ১লা কার্ত্তিক থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় এ দুর্গা উৎসব। সরেজমিনে খুরে দেখা যায়, বোদা পৌরশহরের গোবিন্দ জিউ মন্দির সহ বিভিন্ন দুর্গামন্দিরে স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মৃৎ শিল্পীরা রাত-দিন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। শারদীয় এ মহা উৎসবের এক-একটি আধুনিক প্রতিমা তৈরী করতে কেউ কেউ ব্যয় করছেন কয়েক লাখ টাকা।
এ সময় প্রতিমা কারিগর প্রদিপ মালাকার জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে হরেক রকম ডিজাইন ও কারু কাজ সহ প্রতিমার সমাপণী কাজ সারতে সময় লাগে প্রায় ১ থেকে দেড় মাস। তিনি ভাদ্র মাসের শেষের দিক থেকে এ দুর্গা প্রতিমার কাজ শুরু করেছেন। তিনি আরও জানান, অত্র উপজেলায় শারদীয় মহা উৎসবে দুর্গা প্রতিমা তৈরীতে খড়-কুটা, পাট, সূতা, বাঁশ, রশি ও মাটিসহ বিভিন্ন কাঁচামাল দিয়ে কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
প্রতিমার মাটি আস্তর শুকালে রংয়ের ডিজাইন ও কারুকাজ করতে হবে। কোন কোন ক্ষেত্রে তারা ছোট প্রতিমা ১ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা এবং বড় প্রতিমাগুলো ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত প্রতিমা তৈরির মজুরি হিসাবে পারিশ্রমিক নিয়ে থাকেন।
আপলোড : ২৭ সেপ্টেম্বর ২০১৫ :বাংলাদেশ : সময় : বিকাল ৪.৫৬ মিঃ





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি
হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত