মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধমার্বলম্বীদের কঠিন চীবর দানোৎসব
বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধমার্বলম্বীদের কঠিন চীবর দানোৎসব
বান্দরবান প্রতিনিধি :: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধমার্বলম্বীদের মহাপি- দান অনুষ্ঠান। বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী দানোৎসব এ মহাপি- দানের মধ্য দিয়ে আজ শেষ হলো কঠিন চীবন দানোৎসব।
আজ মঙ্গলবার ১২ নভেম্বর সকালে বান্দরবান খিয়ং ওয়া কিয়ং ( রাজবিহার ) থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বান্দরবানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পি- দান গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পি- দান করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু , সিভিল সার্জন ডা: অশৈংপ্রুসহ বৌদ্ধ সম্প্রদায়ের শতশত নারী-পুরুষেরা।
এসময় পুণ্যলাভের জন্য নর-নারীরা সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষুদের নিকট পি-(নগদ অর্থ, চাউল, মৌমবাতি, বিভিন্ন কাঁচা ফল, পূজা সামগ্রী) দান করেন ভক্তরা।
এই পি- দান অনুষ্ঠান দেখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি পর্যটক ও দর্শনার্থীরা ভিড় জমায় বান্দরবান শহরে।
উল্লেখ্য, গৌতম বৌদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধ পল্লীতে ছোয়াইং (খাদ্য) সংগ্রহ করতেন। তারই ধারবাহিকতায় বৌদ্ধ ধর্মলম্বীরা যুগযুগ ধরে এই উৎসব পালন করে আসছেন।

      
      
      



    মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন    
    বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু    
    বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়    
    কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালন    
    কাউখালীতে  ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন    
    পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে  গ্রেফতার-২