বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কুমিল্লা » লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার
লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার
নয়ন বড়ুয়া :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্বগুজরা ছাদাংগড়খীল গ্রামের প্রয়াত আশুতোষ বড়ুয়ার ২য় পুত্র বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত এএসআই রিংকন বড়ুয়া কুমিল্লার ট্রাংক রোডে আনুমানিক সন্ধ্যা ৬ টায় মোটরসাইকেল দূর্ঘটনায় মারা যায় ।
আজ ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টার সময় কুমিল্লা মহাসড়কে মোটর সাইকেল নিয়ে নিজ কর্মস্থলে যাওয়ার সময় একটি চলন্ত লরি তাঁর মোটর সাইকেলটি ধাক্কা দিলে এএসআই রিংকন বড়ুয়া (২৬) লরির সামনে পড়ে যায়। পরে যাওয়ার সাথে সাথে লরিটি না থামিয়ে রিংকন বড়ুয়ার গায়ের উপর দিয়ে চলে যায়। ফলে দুঃঘটনা স্থলে এএস আই রিংকন বড়ুয়া মারা যায়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, গত ৫ নভেম্বর এএসআই রিংকন বড়ুয়া ছুটি কাটাতে চট্রগ্রামের রাউজান এলাকায় নিজ বাড়িতে যান।
বুধবার মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নিজ কর্মস্থল চাঁদপুর জেলার কচুয়া থানায় ফেরার পথে রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় এলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিংকন বড়ুয়া মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটিকে আটক করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।





দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল
পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ
কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা
তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী
কুমিল্লা সীমান্তে র্যাব সদস্যদের ফেরত দেয় ভারত
কুমিল্লা গোমতি নদীর পাড় থেকে বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার