রবিবার ● ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় » মাওলানা ভাসানীকে প্রাপ্য মর্যাদা দেয়নি সরকার : সাইফুল হক
মাওলানা ভাসানীকে প্রাপ্য মর্যাদা দেয়নি সরকার : সাইফুল হক
ঢাকা :: মাওলানা ভাসানীর জন্ম ও মৃত্যুদিন রাষ্ট্রীয়ভাবে পালন না করে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
আজ ১৭ নভেম্বর রবিবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জননেতা সাইফুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা হলেও তার জন্ম ও মৃত্যুদিন রাষ্ট্রীয়ভাবে পালনে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে। এখনকার সরকার ও শাসকশ্রেণি মওলানার সংগ্রামের সুফল ভোগ করছে। কিন্তু তার প্রাপ্ত মর্যাদা দিতে কুন্ঠিত। তিনি আরো বলেন, মজলুম জননেতা ভাসানী ও বাংলাদেশ একসত্ত্বা। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিশ্চিত করতে মওলানা ভাসানীকে যোগ্য সম্মান ও স্বীকৃতি প্রদান করতে হবে।
তিনি বলেন, বিদ্যমান সর্বগ্রাসী চরম কর্তৃত্ববাদী দুঃশাসন মোকাবেলায় মওলানার সংগ্রামী ধারার রাজনীতির পুনরুত্থান ঘটাতে হবে এবং এরজন্য প্রগতিশীল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ব্যাপক গণঐক্য গড়ে তুলতে হবে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, এ্যাপোলো জামালী, সিগ্ধা সুলতানা ইভা, ইমরান হোসেন, হুমায়ুন মুজিব, জোনায়েদ হোসেন ও রোকসানা আক্তার প্রমুখ।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর