শুক্রবার ● ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ উদ্বোধন কাল
রাউজান দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ উদ্বোধন কাল
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে ১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ঈসাখাঁ দিঘীর পাড়ে দৃষ্টিনন্দন ইউপি ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে।
উদ্বোধনের জন্য প্রস্তুত থাকা ভবনটি আগামী কাল ১৮ জানুয়ারী, শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। নোয়াজিষপুর ইউপি ভবনটি দিঘীর পাড়ে হওয়ায় সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে। নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদার বলেন, শেখ হাসিনার উন্নয়নমুখী কর্মযজ্ঞের অংশ হিসেবে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় রাউজানে সবকটি ইউনিয়ন নিজস্ব ভবন পেয়েছে। নবনির্মিত ইউপি ভবনে আধুনিক সুযোগ-সুবিধার জন্য প্রত্যেকটি কক্ষ, বসার স্থান, অতিথিদের রাত্রীযাপন বা বিশ্রামের ব্যবস্থাও রয়েছে। ঈসাখাঁ’র দিঘীর পাশে মনোরম পরিবেশ যে কোনে মানুষকে আকৃষ্ট করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘রাউজানের সবচেয়ে সৌন্দর্য্য ইউপি কমপ্লেক্স হচ্ছে নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ। এটি একটি দিঘীর পাশে হওয়া আর আধুনিক নির্মাণ সমাগ্রী ব্যবহার, ফুল, ফলের বৃক্ষ লাগানোর জন্য সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে।
অনুদানের চেক বিতরণ
রাউজান :: রাউজানে বিশ্বঅলি শাহান শাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে সিএনজি চালিত অটোরিকশা ও বিবাহ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে হলদিয়া ইউনিয়নের আমীর হাট বাজারে ট্রাস্ট কর্তৃক প্রদানকৃত সিএনজি চালিত অটোরিকশা ও বিবাহ অনুদানের চেক হস্তান্তর করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সত্তারকূল দায়রা শাখার নেতৃবৃন্দ। জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের অধীনে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হোসেন তালুকদার বাড়ির বাসিন্দা অটোরিকশা চালক আবদুর রশিদকে সিএনজি চালিত অটোরিকশার চাবি ও রাউজানের একটি অস্বচ্ছল পরিবারের মেয়ের বিয়ের জন্য বিবাহ অনুদানের চেক প্রদান করা হয়।
গাছ থেকে পড়ে মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে গাছ থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের এ ঘটনা ঘটেছে। ঘরে পাশে বিকালের দিকে গাছ কাটার সময় পা ছিটকে গাছ থেকে নিচে পড়ে যান মো: কবির আহমদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার চিকিৎসাধিন অবস্থায় মারা যান।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন