বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় » ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে বি. চৌধুরীর বৈঠক
ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে বি. চৌধুরীর বৈঠক
ঢাকা :: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, “দুই রাষ্ট্র” প্রতিষ্ঠার মাধ্যমেই ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধান হতে পারে।
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বি. চৌধুরী এ কথা বলেন। আজ ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বি. চৌধুরীর বারিধারার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত রামাদান বি. চৌধুরীর সঙ্গে ফিলিস্থিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তিনি যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের কথা জানান।
বি. চৌধুরী ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণ এবং তার দলের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধান তখনই সম্ভব হবে যখন সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সম্ভব হবে। এক্ষেত্রে “দুই রাষ্ট্র” প্রতিষ্ঠার মাধ্যমেই এ সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এবং দলের প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বীরবিক্রম উপস্থিত ছিলেন।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা