সোমবার ● ২ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রেমে রাজি না হওয়ায় মারধর করে ভিডিও ধারণ : পিয়া চাকমার আত্মহত্যা
প্রেমে রাজি না হওয়ায় মারধর করে ভিডিও ধারণ : পিয়া চাকমার আত্মহত্যা
স্টাফ রিপোর্টার :: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় পর এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। নিহত ঐ ছাত্রীর নাম পিয়া চাকমা।
তাঁর বাড়ি উপজেলার উদালবাগান খামার পাড়া এলাকায়।
তিনি দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় গতকাল রবিবার সকালে উত্ত্যক্তকারী তিন শিক্ষার্থীকে মারধর করে পুলিশে কাছে সোপর্দ করেছে তার সহপাঠীরা ।
পরে পুলিশ ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।
সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী পিয়া চাকমা কলেজ থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে থানা বাজারের নতুন সেতু নারিকেল বাগান পূর্ব পাড় এলাকায় একই কলেজের শিক্ষার্থী অনিক জীবন চাকমা তাঁর দুই সহপাঠীকে নিয়ে তাঁর পথরোধ করেন। তিনি পিয়াকে প্রেমের প্রস্তাব দেন। পিয়া তা প্রত্যাখ্যান করলে তাঁকে তিন শিক্ষার্থী মারধর করেন।
ওই শিক্ষার্থীকে মারধরের করে পরে ভিডিও ধারণ করে বখাটেরা। পরে ধারণকৃত ওই ভিডিওটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফেসবুকে’ ছড়িয়ে দেন।
পরে ভিডিও কথা সেই জানতে পারলে এবং মারধর এর অপমান সইতে না পরে পিয়া ওই দিন রাতের সেই আত্মহত্যা করেন।
পরে কলেজে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই তিন শিক্ষার্থীকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।
এবিষয়ে, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী