বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে গাছ কাটার ঘটনায় বিজিবি’র মামলা : নিহতরাও আসামি
খাগড়াছড়িতে গাছ কাটার ঘটনায় বিজিবি’র মামলা : নিহতরাও আসামি
আব্দুল্লাহ আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিজ বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্য শাওন খান নিহতের ঘটনায় ৪০বিজিবি’র পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ মামলায় সংঘর্ষে নিহতদেরও আসামি করা হয়েছে।
ঘটনার দু’দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) হাবিলদার ইসহাক বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে এ মামলা করেছেন।
মামলার এজাহারে ঘটনার দিন গত মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে বেআইনিভাবে জনতা সংঘবদ্ধ হয়ে অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে সরকারি কাজে বাধা প্রদান, আঘাত, গুরতর জখম, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. শাহনুর আলম জানান, বিজিবির গুলিতে নিহত সাহাব মিয়া ওরফে মুছা মিয়া, আকবর আলী, আহাম্মদ আলী, মো. মফিজ মিয়া ছাড়াও স্থানীয় মৃত মফিজ মিয়ার ছেলে হানিফ মিয়া এবং মৃত শহীদ উল্লাহর ছেলে মো. রফিকুল ইসলামকেও অন্যান্যের মধ্যে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩ মার্চ) নিজ বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে মাটিরাঙ্গার গাজিনগরে বিজিবি ও গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে বিজিবি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই মারা যান সাহাব মিয়া ও তার ছেলে মো. আকবর আলী। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় বিজিবি সদস্য শাওন খান, স্থানীয় আহাম্মদ আলী, মফিজ মিয়া এবং মো. হানিফ মিয়াকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে মারা যান সাহাব মিয়ার ছেলে আহাম্মদ আলী ও বিজিবি সদস্য শাওন খান। তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় আহাম্মদ আলীর শ্বশুর মো. মফিজ মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী