বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ধর্ষন মামলার ফেরারী আসামী গ্রেফতার
ধর্ষন মামলার ফেরারী আসামী গ্রেফতার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: দীর্ঘ ১০ মাস পর শৈলকুপার যাদবপুর গ্রামে এক প্রতিবন্ধি যুবতী ধর্ষন মামলার ফেরারী আসামী হৃদয় হোসেন ওরফে রাব্বুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় হোসেন ওই গ্রামের ছাব্দুল মোল্লার ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই রাসেল গোপন সুত্রে খবর পেয়ে আসামীর বাড়ি থেকে গ্রেফতার করে। ধর্ষন মামলা দায়েরের পর তেকে হৃদয় হোসেন পলাতক ছিল। জানা গেছে, গত বছরের ৩১ মে যাদবপুর গ্রামের এক প্রতিবন্ধি যুবতী কুমার নদীতে কাপড় কাচতে গেলে হৃদয় হোসেন তাকে ধর্ষন করে। একই বছরের পহেলা জুন এ ঘটনায় ধর্ষিতার বড় ভাই ইনছান আলী বাদী হয়ে শৈলকুপা থানা একটি মামলা করেন। মামলার পরও পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে ব্যার্থ হয়। অবশেষে গত ১৫ মার্চ ঝিনইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামী গ্রেফতারের জন্য পরোয়ানা জারী করেন। আদালতের পরোয়ানা পেয়ে পুলিশ ধর্ষক হৃদয়কে গ্রেফতার অভিযান শুরু করে। বুধবার শৈলকুপা থানা পুলিশ আসামী হৃদয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঝিনাইদহে মানুষের মাঝে খাবার বিতরণ
ঝিনাইদহ :: ইতিপুর্বে করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা অসহায়, গরীব ও নিন্ম আয়ের মানুষদের মাঝে সিও সংস্থার পক্ষ থেকে চাল, ডাল,আলু, পিয়াজ ও রসুন বিতরণ করা হয়েছে সহ অন্যান্য খাদ্য বিতরন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় গতকাল ০১/০৪/২০তারিখ বুধবার সিও প্রধান কার্যালয়ে সামাজিক নিরাপত্তা বজায় রেখে ৩৩ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সে সময় সিও সংস্থার নির্বাহী পরিচালক বলেন-করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা নি¤œ আয়ের মানুষদের মাঝে সিও সংস্থার পক্ষ থেকে সর্বদা খাদ্য বিতরন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আসুন আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি। সিও’র প্রধান কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, ওহিদুর রহমান, পরিচালক (সার্বিক), বদরুল আমিন, প্রধান হিসাব রক্ষক সহ সিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।
গরীব ও নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রি বিতরন সুসম্পন্ন
ঝিনাইদহ :: করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা অসহায়, গরীব ও নিন্ম আয়ের মানুষদের মাঝে ব্যাক্তি উদ্যেগে চাল, ডাল,আলু, পিয়াজ ও রসুন বিতরণ করা হয়েছে সহ অন্যান্য খাদ্য বিতরন করা হয়েছে। গতকাল ০১/০৪/২০তারিখ বুধবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন, জেলা পরিষদ মার্কেটের নিজস্ব অফিসে ব্যাক্তি উদ্যেগে ঝিনাইদহ পৌর এলাকার ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শ্রী রনি কুমার সাহা স্থানীয় ৩০০ জন অসহায়, গরীব ও নি¤œ আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করেন। খাদ্য বিতরন কালে শ্রী রনি কুমার সাহা বলেন-আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আসুন আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি। খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ঝিনাইদহ জেলা ছাত্রলীগ নেতা বিশ্বজিত শাহ মিথুন, সাবেক জেলা ছাত্রলীগ যগ্ম আহবায়ক হাবিবুর রহমান টোকন সহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা। দেশের ভয়াবহ দুর্যোগকালীন সময়ে এধরনের খাদ্য সহযোগিতা পেয়ে নিন্ম আয়ের মানুষগুলো বেশ খুশি ছিল ও ব্যাক্তি উদ্যেগে অসহায়, গরীব ও নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্য খাবার বিতরন করায় তারা তারা শ্রী রনি কুমার সাহাকে ধন্যবাদ জ্ঞাপণ করেছেন।
কালীগঞ্জে চা দোকানের কেটলী নিয়ে গেলেন চেয়ারম্যান
ঝিনাইদহ :: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে সরকার ও স্থানীয় প্রশাসন। সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে নি¤œবৃত্ত মানুষের দেওয়া হচ্ছে সহায়তা। নির্দিষ্ট সময় ছাড়া কোন দোকান না খোলার জন্য অনুরোধ জানানো হচ্ছে প্রশাসন থেকে। কিন্তু সকাল বিকাল গ্রাম-গঞ্জের মানুষেরা ভীড় করছেন চায়ের দোকানে। এমন খবর পেয়ে বাধ্য হয়ে চা দোকানের কেটলী নিয়ে গেলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু। বুধবার ভোরে তিনি মোটর সাইকেলে করে ইউনিয়নের রঘুনাথপুর, কুল্যাপাড়া ও বাজে কুল্যাপাড়ায় যেসকল দোকানে চায়ের দোকান খোলা ও জনসমাগম পেয়েছেন সেখান থেকেই কেটলী নিয়ে গেছেন। ১১নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু বলেন, সরকারি ও বিভিন্ন মানুষের সহযোগিতায় মঙ্গলবার এসকল চায়ের দোকানদের দোকান না খোলার জন্য সহায়তা প্রদান করা হয়েছে। কিন্তু তারপরও তারা বুধবার সকালে দোকান খুলে চা বিক্রি করছেন এবং জনসমাগম করছেন। এজন্য ভোরে নিজে মোটরসাইকেল চালিয়ে ইউনিয়নের রঘুনাথপুর, কুল্যাপাড়া ও বাজে কুল্যাপাড়া থেকে কেটলী নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে কেটলীগুলো ফেরত দেওয়া হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে সরকার ও স্থানীয় প্রশাসন। সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে নি¤œবিত্ত মানুষের দেওয়া হচ্ছে সহায়তা। নির্দিষ্ট সময় ছাড়া কোন দোকান না খোলার জন্য অনুরোধ জানানো হচ্ছে প্রশাসন থেকে। কিন্তু সকাল বিকাল গ্রাম-গঞ্জের মানুষেরা ভীড় করছেন চায়ের দোকানে। এমন খবর পেয়ে বাধ্য হয়ে চা দোকানের কেটলী নিয়ে গেলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু। বুধবার ভোরে তিনি মোটর সাইকেলে করে ইউনিয়নের রঘুনাথপুর, কুল্যাপাড়া ও বাজে কুল্যাপাড়ায় যেসকল দোকানে চায়ের দোকান খোলা ও জনসমাগম পেয়েছেন সেখান থেকেই কেটলী নিয়ে গেছেন। ১১নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু বলেন, সরকারি ও বিভিন্ন মানুষের সহযোগিতায় মঙ্গলবার এসকল চায়ের দোকানদের দোকান না খোলার জন্য সহায়তা প্রদান করা হয়েছে। কিন্তু তারপরও তারা বুধবার সকালে দোকান খুলে চা বিক্রি করছেন এবং জনসমাগম করছেন। এজন্য ভোরে নিজে মোটর সাইকেল চালিয়ে ইউনিয়নের রঘুনাথপুর, কুল্যাপাড়া ও বাজে কুল্যাপাড়া থেকে কেটলী নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে কেটলীগুলো ফেরত দেওয়া হবে।
কোটচাঁদপুরে ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
ঝিনাইদহ :: করোনা ভাইরাসের কারণে যে সকল খেটে খাওয়া মানুষগুলো বাড়িতে আছে,যাদের ঘরে দুমুঠো খাবার নেই। সামাজিক দুরুত্ব বজায় রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে এসকল অসহায়,খেটে খাওয়া,নি¤œ আয়ের ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় ফাজিলপুর বাজারে সামাজিক দুরত্ব তৈরি করে লাইনে দাঁড়িয়ে অসহায় মানুষগুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির লতা, স্থানীয় গুড়পাড়া পুলিশ ফাড়ির এসআই দিপুল, ফাজিলপুর বাজার কমিটির সেক্রেটারী মো:ইস্রাফিল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রভাষক ওহিদ ইসলাম, কৃষি তথ্য অধিদপ্তরের মো: ফরিদুজ্জামান,ফাজিলপুর ওয়ার্ডেও সাবেক ইউপি মেম্বর আবদুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে চাউল,ডাল,তেল,আলু,সাবান ও মাস্ক দেওয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফাজিলপুর যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ