সোমবার ● ২০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে খাদ্য সহায়তা প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
মহালছড়িতে খাদ্য সহায়তা প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
মহালছড়ি প্রতিনিধি :: করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্ধী হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ হিসেবে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় হতদরিদ্র, দুঃস্থ ও করোনা প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সহায়তা প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবির এর সার্বিক নির্দেশনায় ও সহযোগীতায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি জেলায় চলমান ত্রাণ বিতরণের ৭ম ধাপে মহালছড়ি উপজেলায় বিতরন করা হয়। আজ ২০ এপ্রিল বিকালে মহালছড়ি উপজেলার মাইসছড়ি, নুনছড়ি, গামারি ঢালা, মানিকছড়ি জয়সেনপাড়া, লেমুছড়ি, কাটিংটিলা, চোংড়াছড়ি, কালাপাহাড় ও মহালছড়ি সদর এলাকাসহ বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ।
খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবু তাহের, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক (কাউন্সিলর)এস এম মাসুম রানা, কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা মোঃ আসাদ উল্লাহ, নাগরিক পরিষদের নেতা শাহাদাত হোসেন,রবিউল হোসেন, নজরুল ইসলাম, সুমন আহমেদ,মো. নয়ন, আশরাফুল আলম রনি,কামরুল ইসলাম,রফিকুল ইসলাম, বেলাল হোসেন রনি,মেহেদী হাসান, মুজাহিদুল ইসলাম। মহালছড়ি উপজেলা নেতা মো. বেলাল হোসেন, মো. মাহবুব আলম, মো. শামীম হোসেন, রেজাউল প্রমুখ।
সর্বশেষ সকলের উদ্দেশ্যে করে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের বলেন, করোনা নামক মহামারী থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী