মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে দুবৃর্ত্তের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত-২
খাগড়াছড়িতে দুবৃর্ত্তের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত-২
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে দুবৃর্ত্তের গুলিতে এক ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) সদস্যসহ দুই জন মারা গেছে।
আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে দীঘিনালা মধ্য বানছড়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ইউপিডিএফ কর্মী এনজেল চাকমা বাবু (৩৫) ও পরিবহন চালক সুদিপ ভোগান্তি চাকমা (৩৫) মারা যায় ।
নিহত এনজেল চাকমা উপজেলা নন্দেশ্বর কর্বারী পাড়ার সুশীল চাকমার ছেলে। তিনি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর রাজনীতির সাথে জড়িত।
এছাড়া পরিবহন চালক সুদিব্য চাকমা মধ্যবান ছড়া এলাকার বীরেন্দ্র মোহন চাকমার ছেলে। নিহত সুদিব্য কান্তি চাকমার বড় ভাই শান্তিময় চাকমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান .সকালে আমরা এনজেল চাকমা বাবু ও সুবিদ্য চাকমা পাড়ার একটি বাড়ি সামনে দাবা খেলছিল। এসময় কে বা কারা গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই জনের মৃতদেহ পরে থাকতে দেখে।
এসময় তিনি আরো আরো জানান,আমার ভাই ( সুদিব্য ) পেশায় একজন মাহেন্দ্র গাড়ি চালায়। তিন আগে সে বাড়িতে ফিরেছে। তার দুটি সন্তান আছে। কোন রাজনীতি না করেও বিনা অপরাধে তাকে হত্যা করা হয়। ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকালে পার্টি কর্মী বাবু চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
এসময় এক নিরহ গ্রামবাসীও মারা যায়। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,‘ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী