বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » করোনা মহামারীতে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে অরক্ষিত ও অসহায় : সাইফুল হক
করোনা মহামারীতে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে অরক্ষিত ও অসহায় : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা মহামারীতে দেশে শ্রমজীবী-মেহনতি মানুষ সবচেয়ে অরক্ষিত, অসহায় ও বিপন্ন। এই মহাদুর্যোগে কোটি কোটি শ্রমজীবী-মেহনতি মানুষের সংক্রমন প্রতিরোধে ব্যক্তিগত স্বাস্থ্যগত সুরক্ষা যেমন নেই, তেমনি খাদ্য নিরাপত্তাসহ তাদের কার্যকরি কোন সামাজিক নিরাপত্তাও নেই। সংক্রমন রোধে উপযুক্ত ব্যবস্থা ও কর্মপরিবেশ সৃষ্টি না করে যেভাবে গার্মেন্টস কারখানা চালু করা হয়েছে তা করোনার ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে শ্রমিকদেরকে আশঙ্কাজনকভাবে করোনা ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। এই অবস্থায় গোটা দেশেই সংক্রমন আরো বেড়ে যাবার গুরুতর আশঙ্কা তৈরী করেছে। তিনি অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী-মেহনতি মানুষের স্বাস্থ্যগত, আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরি ও বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে সরকার, মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মালিক ও সরকারের স্বেচ্ছাচারী ভূমিকার কারণে শ্রমিকদের জীবন বিপন্ন হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকার ও মালিকদেরকেই বহন করতে হবে।
আজ সকালে পার্টির সহযোগী শ্রমিক নেতৃবৃন্দের সাথে অনলাইন মিটিং এ তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। এই অনলাইন মিটিং এ অংশ নেন আবু হাসান টিপু, আকবর খান, মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, নাঈম খান, আনছার আলী, মো. সুমন ও রোকসানা আক্তার প্রমুখ।
মিটিং এ সাইফুল হক শ্রমিক নেতৃবৃন্দের মাধ্যমে আগামীকাল মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী-মেহনতি মানুষকে অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, অধিকার ও মুক্তির চেতনায় শ্রমিকশ্রেণী সকল বাধা মোকাবিলা করে আরো ঐক্যবদ্ধ ও সংগঠিত হবে।
মিটিং এ শ্রমিক নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারী প্রমাণ করেছে শ্রমজীবী-মেহনতি মানুষের রাষ্ট্র, সরকার ও সংবিধান ছাড়া শ্রমিকশ্রেণীসহ সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা বিধান করা যাবে না। তারা আগামী দিনগুলোতে শ্রমজীবী-মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আগামীকাল ঢাকা, নারায়নগঞ্জ, সাভার, আশুলিয়াসহ শিল্পাঞ্চল ও জেলাগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে মহান মে দিবসের কর্মসূচি সফল করারও আহ্বান জানানো হয়।





জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল জরুরি
রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ