বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আম্ফান মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে আত্রাই থানা পুলিশ
আম্ফান মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে আত্রাই থানা পুলিশ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করছে আত্রাই থানা পুলিশ।
ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রসুলপুর নামকস্থানে আত্রাই নওগাঁ আঞ্চলিক সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটে গাছের ডালপালা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে আত্রাই থানা অফিসার ইনচার্জ ওসি মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ নিরলসভাবে কাজ করে আত্রাই নওগাঁ আঞ্চলিক সড়কের যানচলাচল স্বাভাবিক অবস্থানে নিয়ে আসেন।
গতকাল বুধবার সন্ধ্যা থেকেই আস্তে আস্তে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় আমের ব্যাপক ক্ষতি ও মাটির সঙ্গে নিয়ে পড়েছে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ ওসি মোসলেম উদ্দিন জানান, আম্ফান মোকাবিলায় থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার সকল এলাকা মনিটরিং ব্যবস্থা এবং যে এলাকা গুলোতে ঝরে গাছপালার ডালপালা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে রয়েছে সে এলাকা গুলোতে মানুষ যাতে সহজে আসতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, করোনার চিন্তা মাথায় রেখে আমাদের কাজ করতে হচ্ছে। এলাকা গুলোতে সামাজিক দূরত্বের বিষয়টি কঠিন হয়ে যাবে। তারপরও আমরা এ বিষয়ে সতর্ক থাকব। আত্রাই ঘূর্ণিঝড়ের ফলে কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে আত্রাই থানা পুলিশ মাঠে জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ফলে মানুষের মাঝে কোনো ভীতি কাজ করছে না।উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে পুলিশ।





আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন
দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী