বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছন ডাক্তার ফয়সাল
করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছন ডাক্তার ফয়সাল
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: করোনাকালে অনেক চিকিৎসক ঝুঁকি এড়াতে নিজেদের চেম্বার বন্ধ রাখলেও ব্যতিক্রম ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরী। ব্যস্ততা থাকার পরও গ্রামের মানুৃষের কথা চিন্তা করে সপ্তাহে দুইদিন বুধবার ও শুক্রবার তিনি গ্রামে ছুটে যান। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে ফয়সাল ইকবালের বাড়ি। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক, উত্তর রাঙ্গুনীয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
করোনাকালে নগরী থেকে গ্রামের বাড়িতে নিয়মিত আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারা বছর মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি। এই সময় গ্রামে চেম্বার বন্ধ রাখলে গ্রামের মানুষ কোথায় যাবে। তাঁদের অসুবিধার কথা ভেবে নিয়মিত শহর থেকে গ্রামে আসি। সুরক্ষা সামগ্রী ব্যবহার করে রোগী দেখি। করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। ডাক্তার ফয়সাল ইকবালকে এই সময়ে কাছে পেয়ে গ্রামের মানুষ খুশি। গ্রামে যে কেউ অসুস্থ হলে একমাত্র ভরসা চিকিৎসক ফয়সাল ইকবাল। গ্রামের মানুষ অসুস্থ হলে চিকিৎসা সেবা দিতে কাপর্ণ্য করেন না এই চিকিৎসক





ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত