রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » সিলেটে তিনলাখ টাকা ছিনতাই
সিলেটে তিনলাখ টাকা ছিনতাই
সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর পাঠানটুলা রূপালী ব্যাংকের নিচ থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে গোয়াবাড়ি এলাকার চা বাগানে মারধর করে তিন লাখ টাকা ছিনতাই করেছে দুবৃত্তরা।
ঘটনাসুত্রে জানাযায়, সিলেটের মদিনা মার্কেটের শাপলা গলির বাসিন্দা আব্দুল হক পাঠানটুলা রূপালী ব্যাংকের শাখা থেকে তিন লক্ষ টাকা তুলে ব্যাংক থেকে নিচে নামতেই সিএনজি অটোরিকশাযোগে ৩/৪ জন ছিনতাইকারী এসে তাকে জাপটে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে সিএনজি অটোরিকশায় তুলে গোয়াবাড়ি এলাকার চা বাগানে নিয়ে যায়। সেখানে গিয়ে মাথায় শক্ত রুল দিয়ে এবং ধারালো ক্ষুর দিয়ে হাতে আঘাত করে তার কাছ থেকে ওই তিন লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে আব্দুল হক কে মানুষজন আহত আবস্থায় উদ্ধার করে একটি গাড়িতে করে তার বাসায় পাঠান। এ বিষয়ে আব্দুল হক বলেন, আমাকে মারধর করে ৩/৪ জন ছিনতাইকারী রূপালী ব্যাংক থেকে উত্তোলন করা ৩ লাখ টাকা নিয়ে গেছে। তাদের মুখে মাস্ক ছিলো, তাই চেনা যায়নি। আব্দুল হক আরো জানান, এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনা সম্পর্কে এসএমপি’র জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি কোতোয়ালি থানা এলাকায় ঘটেছে। তবে ভিকটিম জালালাবাদ থানার কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ করলে আমাদের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি সিলেট কোতোয়ালি থানাপুলিশ খতিয়ে দেখছে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া জানান, এখনও এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। তবে আমরা অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪