মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » শিশুদেরকে মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - সংস্কৃতিমন্ত্রী
শিশুদেরকে মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - সংস্কৃতিমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.২০মিঃ) সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, শিশুদেরকে যান্ত্রিক নয়, মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে তুলতে হবে৷
গাজীপুরে বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির রজতজয়ন্তী অনুষ্ঠানে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
তার আগে মন্ত্রী গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে কেক কেটে ও বেলুন উড়িয়ে রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ পরে তিনি ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন৷
সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল, বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোনাওয়ার আহমাদ৷
বাংলাদেশ কীটতত্ত্ব সমিতি একটি পেশাজীবী সংগঠন যেটি কীটতাত্তি্বক শিক্ষা বিস্তারের মাধ্যমে কৃষি ও পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ এটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান সদস্য সংখ্যা ৬৫০ জন৷ রজতজয়ন্তী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান থেকে চার শতাধিক বিজ্ঞানী অংশ নেন৷