শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ৫ জন করোনায় আক্রান্ত
বাগেরহাটে ৫ জন করোনায় আক্রান্ত
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ-রামপাল উপজেলার গৃহবধূসহ ৫ জনের করোনায় সনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুফতি কামাল হোসেন গৃহবধূর তানিয়া (৩১) করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে আমতলী বাজারের তাহেরা ফার্মেসীর মালিক মোতাসিম বিল্লাহ (৪৫)করোনা পজেটিভ।রামপালের ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল জানান, উত্তর সুতালড়ী গ্রামের ২ সন্তানের জননী তানিয়া ও তার স্বামী সোহাগ হাওলাদার চট্রগ্রামে দিনমজুরের কাজ করত। গত দুই মাস আগে তারা গ্রামের বাড়ি আসে। চলতি মাসের ৬ জুন ঐ গৃহবধূ খুমেক হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যান। সেখান থেকে ১০ জুন বাড়িতে আসে। সে সময়ই স্থানীয় লোকজনের অভিযোগে তাদের বাড়ি লকডাটন করা হয়। এরই মধ্যে তানিয়া জ¦র সহ করোনার উপসর্গ দেখা দিলে ১৫ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুফতি কামাল হোসেন মুঠোফোনে জানান, তানিয়ার বর্তমান অবস্থা কিছুটা ভালো হলেও শুক্রবার তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হবে। ইতোমধ্যে তাদের আশেপাশের চারটি বাড়ি লকডাটন করা হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
অপরদিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলী বাজারের তাহেরা ফার্মেসীর মালিক মোতাসিম বিল্লাহর করোনা পজেটিভ। সীমান্তবর্তী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষা করা হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরিদা ইয়াসমিন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ।রামপালে প্রায় ১ মাস ধরে করোনা মুক্ত থাকার পর আবারও ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এঘটনায় তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৮টি বাড়ি লক ডাউন ঘোষনা করা হয়েছে। আক্রান্তরা বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন। রামপাল উপজেলা প্রশাসন ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল মুঠোফোনে দুই জনের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল মুঠোফোনে জানান, উপজেলার শ্রীফলতলা গ্রামের ইকলাস মোল্যার জামাই শেখ শাওন (২৬) বাগেরহাটের একটি বেসরকারি অফিসে চাকুরীরত অবস্থায় অসুস্থ্য হয়ে পড়েন। পরে তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। শেখ শাওন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দত্তনগর গ্রামের বাসিন্দা। তিনি তার শশুর বাড়িতেই বসবাস করেন। অপর জন আশিক কুমার দাস (৩০) উপজেলার সন্তোষপুর গ্রামে তার শশুর শ্যামল হালদারের বাড়িতে থাকেন। তিনি ও খুলনার একটি অফিসে কাজ করার সুবাদে খুলনায় যাতায়াত করতেন। উপজেলাবাসিকে স্বাস্থ্য বিধি মেনে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কেউ স্বাস্থ্য বিধি না মেনে বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য বুধবার পর্যন্ত ১০৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হলে এর মধ্যে ৬৯ টির রিপোর্ট পাওয়া যায় এবং ৫ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতা
বাগেরহাট :: বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন গুলোর সাথে একাধিক সভা সেমিনার ও মিটিং করে এটি বন্ধ করা সম্ভব হয়েছে। পাশাপাশি স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে চাঁদাবাজদের নিয়ন্ত্রনে আনতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান, ইতোমধ্যে যে কোন স্থানে, যে কোন ব্যক্তি বা গোষ্টি কারো নাম করে কোন প্রকার চাঁদাবাজি করলে তাৎণিক পুলিশকে অবহিত করার জন্যও অনুরোধ করেছেন। তাছাড়া মাইকিং এর মাধ্যমে কাটাখালী মোড়, কুদির বটতলা মোড়, নওয়াপাড়া মোড়, ফকিরহাট বিশ্বরোড মোড়, ফয়লা মোড়, ভাগা মোড় ও দ্বিগরাজ মোড় সহ বিভিন্ন এলাকা যানবাহন ষ্টপেজে ষ্ট্যাটার ও চাঁদাবাজদের সতর্ক করার পাশাপাশি বিভিন্ন উপায়ে মহাসড়কে চাঁদাবাজি রোধে কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম মুঠোফোনে জানান, মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি সহ্য করা হবে না। সব ধরনের চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বাগেরহাটে চাল আটক নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পঞ্চকরণ ইউনিয়নে মৎস্যজীবীদের কথিত চাল আটক ও মারপিটের ঘটনায় ইউপি চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সভা ও সোচ্চার হয়েছে এলাকাবাসী।
ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার জানান, তিনি ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নির্বাচনে প্রতিপক্ষ একটি গ্রুপ তার বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আসছে। এর অংশ হিসেবে ১৬ জুন মৎস্যজীবীদের চাল বিতরণের অবশিষ্ট ১নং ওয়ার্ডের ১৬ জন উপকার ভোগী প্রাপ্ত চাল নিয়ে ট্রলারযোগে যাবার প্রতিমধ্যে বহিরাগত কতিপয় লোক পরিকল্পিতভাবে ট্রলারটি আটক করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে হেয় প্রতিপন্ন করার জন্য ভুল তথ্য পরিবেশন করে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সহকারি কমিশনার(ভূমি) ও পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে পরিষদের মৎস্যজীবীদের তালিকা যাচাই-বাছাই করে দেখতে পায় ট্রলারে থাকা এ চাল সুবিধাভোগী জেলেদের। আর এ সময় পরিকল্পিত হামলায় ঘটনায় ৫জন আহত ও থানায় মামলা হয়।
প্রতিবাদ সভায় ইউপি সদস্য-সদস্যা, মৎস্যজীবি, স্থানীয় সুধিজন সহ শত শত লোক উপস্থিত ছিলেন।
মোংলা বন্দরে ২ দিনভর বৃষ্টিতে পণ্য খালাস ব্যাহত তিন নম্বর সতর্কতা সংকেত
বাগেরহাট :: বাগেরহাটে মোংলা বন্দরের সুন্দরবনের বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়ুর প্রভাবে উপকুলীয় এলাকায় গত ৪দিন ধরে আকাশ মেঘাছন্ন ২ দিনভর বৃষ্টিতে পণ্য খালাস ব্যাহত । পুরো উপকুলীয় এলাকাসহ মোংলা বন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সোমবার গভীর রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটানা বৃষ্টির কারনে মানুষ ঘর থেকে নামতে পারেনি। বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী ১৩টি বানিজ্যিক জাহাজের পন্য উঠা-নামার কাজ ব্যাহত হচ্ছে। এদিকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা উপকুলের কাছাকাছি নিরাপদে অবস্থান করছে। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারনে ব্যাঘাত ঘটছে সড়ক পথে সাধারন মানুষের স্বাভাবিক চলাচল ও জীবন যাত্রা।
গত ১৪জুন রাত থেকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। বেড়ে যায় বাতাসের গতিবেগ, চলতে থাকে দুর্যোগপুর্ন আবহাওয়া। মোংলায় গত সোমবার থেকে বৃহস্পতিবার দিনভর সূর্যের দেখা মেলেনি। থেমে থেমে বৃষ্টিতে এ এলাকার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়ে। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারনে দুর্ভোগে পড়ছে মোংলা বন্দর নগরীর খেটে খাওয়া নিম্ন
আয়ের মানুষরা। উপকুলীয় এলাকায় ঝড়ো আবহাওয়ার মধ্যেই শুরু হয়েছে সাগরে লঘুচাপ। মৌসুমী বায়ুর তারতম্যের ফলে টানা দিন-রাত থেমে থেমে আবার কখনও মুষলধরে বৃষ্টিপাত। এটি আরো ৩/৪ দিন পর্যন্ত অব্যহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বন্দর সুত্র ও হারবার মাষ্টার কমান্ডার ফকর উদ্দিন মুঠোফোনে জানান, সাগরে মৌসুমী বায়ুচাপের সৃষ্টি হওয়ার ফলে বন্দরসহ এর আশপাশ এলাকায় প্রবল বর্ষণ শুরু হয়। আমাদের বন্দরে ৩টি সারবাহী সহ ১৩টি বানিজ্যিক জাহাজ অবস্থান করছে। এছাড়াও বন্দরে নতুন একটি বানিজ্যিক জাহাজ এসে ভিড়ছে এবং ৫টি জাহাজ বন্দর ছেড়ে গেছে। লাগামহীন বৃষ্টির কারনে এ বন্দরের পশুর চ্যানেলে ও হারবাড়িয়ায় অবস্থান করা সব জাহাজ থেকে পণ্য খালাস বোঝাই কাজ চরম ব্যাহত হচ্ছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ ভারী বর্ষন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলছে, যার কারনে মোংলা বন্দরে কিংকার, কয়লা, সার, মেশিনারীজ, ফাইয়াস ও কন্টেইনারবাহী ১৩টি বানিজ্যিক জাহাজ পণ্য বোঝাই খালাস কাজের জন্য অবস্থান করলেও তাতে বৃষ্টিতে সারবাহী জাহাজের বেশ কিছু সময় বন্ধ রাখতে হয়েছে খালাস-বোঝাইয়ের কাজ।
বন্দর ব্যাবহারকারীরা জানায়, মোংলা সমুদ্র বন্দরে বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে পন্য খালাসের অপেক্ষায় রয়েছে। বৈরী আবহাওয়া আর ভারী বৃষ্টির কারনে জাহাজ থেকে পন্য খালাস করতে পারছেন না আমদানী কারকরা। জাহাজ থেকে মাল খালাসের জন্য শ্রমিক জাহাজে অবস্থান করছে। অলস বসে আছে বন্দরে বিদেশী জাহাজে খালাস-বোঝাইয়ের কাজে যাওয়া শ্রমিকরা।
বাগেরহাটে ২৫৬ জন কৃষককে বীজ ও আর্থিক সহায়তা প্রদান
বাগেরহাট :: বাগেরহাটের ফকিরহাটে করোনা দুর্যোগ পরিস্থিতির মধ্যেও থেমে নেই কার্যক্রম। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের প্রশিক্ষণ, বীজ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান সহ কৃষকদের নানা প্রকারের সহযোগিতা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২৫৬জন কৃষক-কৃষাণীদের মাঝে ১০ প্রকারের বীজ ও আর্থিক সহায়তা স্বরুপ চেক প্রদান করা হয়েছে।
ওই চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নয়ন কুমার সেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল পাল, কৃষক বসন্ত শিকদার প্রমূখ।
এসময় সহকারি অধ্যাপক মাসুদুর রহমান মুক্ত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, মো: বিল্লাল হোসেন, বিপ্লব দাশ সুমন বাগচী, দেবদাশ বালা সহ বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা, সংবাদকর্মী ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
এদিন প্রতি কৃষককে বেগুন, পেঁপেঁ, করোলা, বরবটী সিম সহ ১০ প্রকারের বীজ ও সার, জৈব, অজৈব সার ও কৃষি ক্ষেত পরিচর্যার জন্য জনপ্রতি ১৯৩৫ টাকার চেক প্রদান করা হয়েছে।
বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে ডা. রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাট :: বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিবকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শোক সভা করেছে চিকিৎসকরা। বৃহষ্পতিবার বেলা সকালে বাগেরহাট সদর হাসপাতালের সামনে চিকিৎসকদের সংগঠন বিএমএ এই কর্মসূচির আয়োজন করে। তাদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ, ডিপ্লোমা ইন্টার্ণ ডক্টরস এসোসিয়েশন, ম্যাটসের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। তারা হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়াও দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য দেন বাগেরহাট বিএমএ এর সভাপতি ডা. অরুণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক ডা. মোশারফ হোসেন, বিএমএ নেতা আব্দুল মতিন আকন, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, ডা. নাঈমা ফেরদৌসী ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ডিপ্লোমা ইন্টার্ণ ডক্টরস এসোসিয়েশন সভাপতি সৈয়দ রাকিব ও সাধারন সম্পাদক শামীম আহসান।
মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ রকিবের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের নিন্দা জানাচ্ছি। এই চিকিৎসের উপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রæত বিচারে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা আর কেউ চালাতে না পারে তার সেজন্য চিকিৎসক সমাজের জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে সরকারের কাছে দাবি জানান এই চিকিৎসক নেতারা। হামলাকারিদের বিচার না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার সন্ধ্যায় ম্যাটসের অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক চিকিৎসক আব্দুর রকিব প্রসূতির স্বজনদের হামলায় নিহত হন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ