মঙ্গলবার ● ২৩ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে ত্রান সামগ্রী বিতরণ করেছে চাকুরীজীবি কল্যাণ সমিতি
জুরাছড়িতে ত্রান সামগ্রী বিতরণ করেছে চাকুরীজীবি কল্যাণ সমিতি
রপ্তদীপ চাকমা রকি, জুরাছড়ি প্রতিনিধি :: আজ ২৩ জুন মঙ্গলবার জুরাছড়ি চাকুরীজীবি কল্যাণ সমিতির পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, তৈল, চিনি সহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, ১ নং ইউপি সদস্য ক্যানন চাকমা, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক প্রচারক চাকমা, পানছড়ি ভুবন জয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা, ফরেষ্ট ভিলেজার বস্তিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব চাকমা, খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিরোদ কুমার চাকমা, সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক আশাপূর্ণ চাকমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জ্ঞানমিত্র চাকমা, সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা বাচ্চু প্রমুখ ।
ত্রান সামগ্রী বিতরণকালে জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বিশ্ব স্বাস্থ্যবিধি মেনে চলে নিয়মিত হাত ধুয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, অপ্রয়োজনীয় ভাবে ঘর থেকে বের না হওয়া এবং মুখে মাস্ক ব্যাবহার করার আহবান জানান। জুরাছড়ি চাকুরীজীবি কল্যাণ সমিতির প্রতিনি প্রচারক চাকমা বলেন, উপজেলার চার ইউনিয়নের মোট ৮৬ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে এবং আগামীতে যে কোন প্রাকৃতিক দুর্যোগে অসহায়ের পাশে
থাকবে এই চাকুরীজীবি কল্যাণ সমিতি।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়