বুধবার ● ১৫ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রী’র বিশেষ অনুদান প্রদান
পাবনায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রী’র বিশেষ অনুদান প্রদান
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। আজ ১৫ জুলাই বুধবার সকালে পাবনা কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজের একটি রুমে সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব অনুদান প্রদান করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। এর মধ্যদিয়ে জেলার সকল উপজেলায়ই প্রধানমন্ত্রীর বিশেষ এ অনুদান প্রদান শুরু হয় বলে জানা যায়।
অনুষ্ঠানে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পাবনায় মোট ১৪৯৩ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৬৫ লক্ষ ৯২ হাজার ৫ শত টাকার অনুদান দেওয়া হয়। এর মধ্যে আটঘরিয়া উপজেলায় ১৬৪ জনকে ৭ লক্ষ ৫ হাজার,বেড়া উপজেলায় ৮৫ জনকে ৩ লক্ষ ৯০ হাজার, চাটমোহর উপজেলায় ১৪৩ জনকে ৬ লক্ষ ১৭ হাজার ৫শত,ফরিদপুর উপজেলায় ২ জনকে ৭ হাজার ৫শত, ঈশ্বরদী উপজেলায় ১৩৩জনকে ৬ লক্ষ ৫ হাজার,সদর উপজেলায় ৫৫০জনকে ২৪ লক্ষ ৫৫ হাজার,সাঁথিয়া উপজেলায় ১৩০জনকে ৫ লক্ষ ৭২ হাজার ৫শত,সুজানগর উপজেলায় ২০৯জনকে ৯ লক্ষ ৫ হাজার, ভাঙ্গুড়া উপজেলায় ৭৭ জনকে ৩লক্ষ ৩৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।