শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগে বিশ বছরের রেকর্ড ভঙ্গ
পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগে বিশ বছরের রেকর্ড ভঙ্গ

ঈশ্বরদী প্রতিনিধি :: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনের নিদের্শনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলম ও পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেনের প্রচেষ্টায় চলতি অর্থ বছরে রেলওয়ে পাকশী বিভাগ যাত্রী পরিবহনসহ বিভিন্ন খাতে প্রায় ৫২ কোটি টাকা অতিরিক্ত আয় করে বিগত বিশ বছরের আয়ের রের্কড ভঙ্গ করেছে৷ রেলওয়ে পাকশী বিভাগের দায়িত্বশীল সূত্রে এসব জানা গেছে৷
সূত্র মতে, চলতি অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল পাকশী বিভাগের আয় অতিতের রের্কড ভঙ্গ করে আয় বৃদ্ধি করেছে৷ ইতোপূর্বে পাকশী বিভাগের লোকসান ছিলো কিন্তু এবার সেই লোকসান কাটিয়ে চলতি অর্থ বছরে যাত্রী, পার্সেল ও মালামাল বহন করে ৫১ দশমিক ৩৯ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে৷ ২০১৩-১৪ অর্থ বছরে যাত্রী বহন করে ১’শ ৩৬ কোটি ৬৪ লাক টাকা, পার্সেল বহনে ৬ কোটি ৭৬ লাখ টাকা, মালামাল বহনে ৪৪ কোটি ১৭ লাখ টাকা ও বিবিধ খাতে ৩ কোটি ৯২ লাখ টাকাসহ মোট ১’শ ৯১ কোটি ৪৯ লাখ টাকা আয় হয়েছিলো৷ বিগত ২০১৪-১৫ অর্থ বছরে যাত্রী বহন করে ১’শ ৫০ কোটি ৭ লাখ টাকা, পার্সেল বহনে ৫ কোটি ৩৭ লাখ টাকা, মালামাল বহনে ৬৪ কোটি ১লাখ টাকা ও বিবিধ ২৩ কোটি ৪৩ লাখ টাকাসহ ২’শ ৪২ কোটি ৮৮ লাখ টাকা আয় করেছে৷ যা বিগত অর্থ বছরের তুলনায় ৫১ দশমিক ৩৯ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে৷ এ আয় গত বিশ বছরের আয়ের রের্কড ভঙ্গ করেছে৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত