শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » বাংলার মানুষ মুক্তি চায়
বাংলার মানুষ মুক্তি চায়
আজ ২৪ জুলাই শুক্রবার বিকালে শাহবাগে প্রতিবাদী কর্মসূচীর পোস্টার। এটা আর দশটা গতানুগতিক পোস্টার নয়।এই প্রতীকী পোস্টার এর চারটি শব্দ আজ দেশের মানুষের আকাংখা আর আকুতিকেই ব্যক্ত করছে।
দাবি করা হয়েছে অবিলম্বে সাংবাদিক কাজলসহ হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত নাগরিকদের মুক্তি দিন।নাহলে একইরকম অভিযোগে তো দেশের লক্ষ লক্ষ মানুষকে গ্রেফতার করে জেলে পাঠাতে হবে।যতদুর জানা যায় এত এত জেলখানা দেশে নেই।
মহামারী আর বন্যার দূর্যোগের মধ্যে আর কত মানবিক দূর্যোগ সৃষ্টি করবেন!ছোটকালে দাদু বলেছিলেন সমালোচনাকারীদেরকে বন্ধু মনে করতে। নাগরিকদের যৌক্তিক সমালোচনাকে ভয় পাচ্ছেন কেন ? সমালোচকদেরকে জেলে পোরা তো সমাধান নয়। সাহস করে তাদের মুখোমুখি হন, প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিন। নিজেদের যদি এখনো গণতান্ত্রিক বলে দাবি করতে চান তাহলে সমালোচনা শুনতে হবে,জনগণের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে।
আর ভিন্নমত প্রকাশের যদি সুযোগই না থাকে তাহলে তাহলে নিজেদেরকে গণতন্ত্রী দাবি করে গণতন্ত্রের অবশিষ্ট লেবাসটুকুই বা কিভাবে গায়ে রাখবেন?
মহামারী আর বন্যার দূর্যোগে মিলে গোটা দেশ আজ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। মানুষ বাঁচানোই এখন সবচেয়ে বড় কাজ। এখন ‘ঘর পোড়ার মধ্যে আলু পোড়া ‘ দিয়ে খাবার সময় নয়।
এরকম দুঃসময়ে ন্যুনতম গণতান্ত্রিক পরিসরটুকু বন্ধ করলে সংকট কেবল আরো ঘনীভূতই হতে থাকবে;
দেশ ও জনগণের দুর্দশা কেবল প্রলম্বিতই হবে।
আপনাদের সদিচ্ছা প্রমানে রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলায় যাদের গ্রেফতার করেছেন ঈদের আগে তাদের সবাইকে মুক্তি দিন।নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের উদ্যোগ নিন।
লেখাটি জননেতা কমরেড সাইফুল হক এর ফেইজবুক টাইম লাইন থেকে সংগৃহীত।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর