বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদে ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা
ঝিনাইদে ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহ কালীগঞ্জে এক হতদরিদ্র কৃষকের ১৫ শতক জমির ধরন্ত করলা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কে বা কারা এই ক্ষেত কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিল্লা গ্রামের মাঠে বিকাশ বিশ্বাসের ক্ষেতে। এতে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি ওই গ্রামের মৃত সতীশ বিশ্বাসের ছেলে। কৃষক বিকাশ বিশ্বাস জানান, ১৫ শতক জমিতে ঋণ নিয়ে করলা চাষ করেছিলেন। গাছ গুলোতে বেশ করলা ধরেছিল। মঙ্গলবার সকালে নিজের জমির করলা গাছ কাটা দেখেন তিনি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বলেন, করলা ক্ষেত কাটার ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। ওই কৃষক থানায় অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। গত শনিবার উপজেলার ষাটবাড়িয়া গ্রামের বাপ্পী মোল্লা নামের এক কৃষকের ১০ শতক জমির ধরন্ত বেগুন ক্ষেত কেটে দেয় দুর্বৃত্তরা।
ভারী যানবাহন ঠেকাতে লোহার ব্যারিকেড দিয়ের হচ্ছে না প্রতিকার
ঝিনাইদহ :: দিনের বেলায় বাজার সড়কে ভারী যানবাহন ঠেকাতে শহরের ৬ স্থানে বসানো হয়েছিল লোহার ব্যারিকেড। কিন্তু দিনের বেলায় অহরহ ঢুকছে বড় বড় যানবাহন। এতে ঝিনাইদহের কালীগঞ্জ বাজার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজটের যার কারনে ভোগান্তিতে পড়ছে বাজারগামী মানুষেরা। লোহার ব্যারিকেডের কোন কার্য়কারিতা নেই। এখানে টাকা দিলেই বড় যানবাহন বাজারের মধ্যে প্রবেশ করতে পারে। একটি ট্রাক আসার পর ট্রাকের হেলপার লোহার ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কিছু টাকা দেওয়ার পর সে গেটের তালা খুলে লোহার পাইপটি উঠিয়ে দেয়। এরপর ট্রাকটি বাজারের মধ্যে চলে গেল। প্রতিনিয়ত এভাবেই দিনের বেলা কালীগঞ্জ বাজার সড়কে বড় বড় যানবাহন প্রবেশ করছে। এ ব্যাপারে ভুক্তভোগী শরিফুল ইসলাম নামে একজন জানান, মেইন বাসস্ট্যান্ড থেকে কাঁচা বাজার যেতে সময় লাগে ১০ মিনিট। কিন্তু বড় বড় যানবাহন চলাচল ও রাস্তার পাশে দাঁড়িয়ে পন্য আনলোড করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়াতে সময় লাগছে আধাঘন্টা। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বাজারের রাস্তার টেন্ডার হয়েছে। অচিরেই রাস্তা প্রসস্ত’ হবে। এরপর সেখানে শক্ত আকারে ব্যারিকেড দেওয়া হবে যাতে করে দিনের বেলায় কোন ভারী যানবাহন প্রবেশ না করতে পারে ।
চাপাতির কোপে কিশোরকে কুপিয়ে যখম করল হোটেল মালিকের ছেলে
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে হোটেল মালিকের ছেলের চাপাতির কোপে এক কিশোর মারাত্বক জখম হয়েছে। ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ইসরাফিল (১৭) ও তার দুই খালাতো ভাই বসেছিল নেপা বাজারে খায়রুল ইসলামের খাবার হোটেলে। তারা হোটেল থেকে উঠে যাওয়ার সময় হোটেল মালিক খাইরুল ইসলামের পুত্র নাজমুল হোসেন তাদেরকে ডেকে বলে টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছিস। তখন তারা আবার হোটেলে আসে এসে বলে তুই আমাদেরকে চেক কর আমাদের কাছে কোন টাকা নেই পরে চেক করে তাদের কাছে কোন টাকা পাওয়া যায়নি। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয় পরে হোটেল মালিক খায়রুল ইসলামের পুত্র নাজমুল হোসেন সিঙ্গারা কাটা চাপাতি দিয়ে ইসরাফিল হোসেন কে আঘাত করলে তার গলা কেটে যায়। গলা কেটে যাওয়ায় গলা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে তখন স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বাকোশপোতা বাজারে ক্লিনিকে নিয়ে আসে।নেপা বাজারে সাইকেল মেকানিক প্রত্যক্ষদর্শী আব্দুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলে তারা হাতাহাতির এক পর্যায়ে নাজমুল হোসেন সিঙ্গারা কাটা দাশা দিয়ে ইসরাফিল হোসেন কে আঘাত করলে তার গলা কেটে যায়। এই বিষয়ে খায়রুল ইসলামের ও তার ছেলের সাথে যোগাযোগ করতে চাইলে কোন ভাবে যোগাযোগ করা যায়নি। ইসরাফিল হোসেন নেপা গ্রামের মফিজুল ইসলামের পুত্র। ইসরাফিল হোসেন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তার গলায় ৬ টি সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
কোটচাঁদপুরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাটামতলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত বুলু মিয়া বলুহর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাই সাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। এসময় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেন বুলু মিয়াকে ধাক্কা দেয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে যশোর রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান