সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় শ্রমিকের মরদেহ উদ্ধার
তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় শ্রমিকের মরদেহ উদ্ধার
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের রামপালে নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রভাত কুমার সিং(৩৭) নামে এক ভারতীয় শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি বাশের সাকোঁর সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে রামপাল থানা পুলিশ।
প্রভাত কুমার সিং ভারতের বিহারপাঞ্জাব এলাকার গুরুদাসপুর থানার বহমনি গ্রামের জনক কুমার সিং এর ছেলে। তার পাসর্পোট নাম্বার আরএস ৫২১০৭৪০।
রামপাল থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে আমরা প্রভাত কুমার সিংয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, রবিবার রাত পৌনে বারোটার দিকে প্রভাত সিং বন্ধুদের সাথে কলোনির সামনে কথা বলছিল। হঠাৎ একটা ফোন আসলে প্রভাত কুমার সিং ফোন রিসিভ করে কথা বলতে বলতে সামনে দিকে চলে যায়। এরপর অন্য শ্রমিকরা ব্যারাকে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে প্রভাতকে দেখতে না পেয়ে চারদিকে খোজাখুজি শুরু করেন অন্য শ্রমিকরা। এক পর্যায়ে ব্যারাকের অদূরে একটি বাশের সাকোঁর সাথে প্রভাত সিংয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
তিনি আরও বলেন, ইনডোয়েন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে ১৮ আগস্ট তাপবিদ্যুৎ কেন্দ্রে আসেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়টি আমরা জানতে পারিনি।
মোরেলগঞ্জে ইউপি উপ-নির্বাচন : স্বামীর আদর্শ বুকে নিয়ে জনগনের সেবায় ফরিদা
বাগেরহাটে :: বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী ৪নং ওয়ার্ড উপ-নির্বাচনে ৬ প্রার্থীর দৌড়ঝাপ। পদচারণায় মুখরিত সংশ্লিষ্ট ওয়ার্ড। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন ও বিএনপির ১জন মাঠে থাকছেন।
জানাগেছে, ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য শাখাওয়াত হোসেন মোল্লা ৮জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরবর্তীতে ৯ জুন ওই ওয়ার্ডের আসননি শূন্য ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিস ও সহকারি রিটানিং অফিসার উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে এ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে ওয়ার্ডজুড়ে সরগরম হয়ে উঠেছে। যদিও দলীয়ভাবে মনোনয়ন সমর্থিত নির্দেশনা না থাকলেও দলীয় কর্মী হিসেবে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন একাধিক।
এদের মধ্যে প্রায়াত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ার্ড ইউপি সদস্য সাখাওয়াত হোসেন মোল্লার স্ত্রী ফরিদা বেগম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম খান, মাইনুল ইসলাম হাওলাদার, মো. ফারুক শিকদার, লাভলু হাওলাদার ও বিএনপি নেতা নাসির আলী মোল্লা এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
সোমবার মনোনয়নপত্র ক্রয় শেষে প্রার্থী ফরিদা বেগম একান্ত স্বাক্ষাতকারে বলেন, স্বামীর আদর্শ বুকে নিয়ে সাধারণ জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে ১৯৭১ সালে পাক সেনাদের সাথে যেসব রাজাকাররা সেদিন সহযোগিতা করে বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিলো তারই উত্তর সুরিরা এখন নিজেদেরকে স্বাধীনতার স্ব পক্ষের দাবি করে ভোটে প্রার্থী হয়েছে। এ ওয়ার্ডে তার প্রায়াত স্বামী শাখাওয়াত হোসেন মোল্লা নির্বাচিত দু’ দু’বারের ইউপি সদস্য ছিলেন, স্থানীয়ভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। দীর্ঘ ১৫ বছর ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সেক্ষেত্রে তার স্বামীর আদর্শ মানুষের প্রতি ভালোবাসা এসব দিক বিবেচনা করে সাধারণ জনগন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি মনে করেন।
ডাক বিভাগের কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে আহত-২
বাগেরহাট :: বাগেরহাটে ডাক বিভাগের কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় খুলনা হতে বাগেরহাট গামী ডাক বিভাগের কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ড্রাইভারের পার্শে^ থাকা মোঃ হাফিজুর রহমান (৪৫) মারাত্মক আহত হয়ে গাড়ীর সিট ও বনাটের সাথে আটকে যায়। এ সময় গাড়ীর ড্রাইভার মোঃ আনিচুর রহমান (৫০) ও আহত হন।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মোঃ শাহাজাহান সিরাজের নেতৃুত্বে ২য় কল ও এ্যাম্বুলেন্স নিয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছায়। স্টেশন মাস্টার মোঃ শাহাজাহান সিরাজ অত্যন্ত দক্ষতার সাথে পাওয়ার ইউনিট হাইড্রোলিক এর সাহায্যে দ্রæত আটকে পড়া ব্যক্তিতে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সিনিয়র স্টেশন অফিসারের সাহসিকতা কাজের জন্য স্থানীয় জনগন ধন্যবাদ জানান। ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ড্রাইভার মোঃ আনিচুর রহমানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।





মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে