মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রতারক দম্পতির বিরুদ্ধে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
প্রতারক দম্পতির বিরুদ্ধে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
![]()
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে প্রতারক দম্পতির বিরুদ্ধে বিদেশ পাঠানোসহ মিথ্যা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে।
খাগড়াছড়িতে বিরুদ্ধে বিদেশ পাঠানোসহ নানা মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্ধশতাধিক সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলেও অভিযোগ গ্রহণ করেনি এমন অভিযোগ ভূক্তভোগিদের। প্রতারক চক্রের খপ্পরে পড়ে অনেক নারীর সংসার ভেঙ্গে গেছে। অনেকের সংসার ভাঙ্গার পথে।
আজ মঙ্গলবার ৬ অক্টোবর সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে ভূক্তভোগি পরিবারবর্গের সদস্যরা সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করে বলেন, ঢাকার মিরপুরের বাসিন্দা প্রতারক দম্পতি মো. রিপন ও জোসনা আক্তার ১৫ বছর আগে খাগড়াছড়ি এসে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। পরবর্তিতে এলাকার সাধারণ মানুষকে সিঙ্গাপুর পাঠানোসহ নানা মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া শুরু করেন।
এক পর্যায়ে গত ২৩সেপ্টেম্বর পালিয়ে যায়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, রাবেয়া সুলতানা পদ্ম, ফুল বানু ও মরিয়ম বেগম। পৌর শহরের নেন্সী বাজারের বাসিন্দা মুন্সী মিয়া ড্রাইভারের স্ত্রী ফুল বানু
অভিযোগ করে বলেন, তার স্বামীকে সিঙ্গাপুর পাঠানোর কথা বলে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ৫০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে অঙ্গীকার দিয়ে ৫লাখ ১০হাজার টাকা নিয়ে যায়।
পরবর্তিতে করোনার লকডাউনসহ নানা অজুহাত দেখিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে গত ১৭সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর থানায় অভিযোগ নিয়ে গেলে থানা অভিযোগ গ্রহণ করেনি।
একই এলাকার বাসিন্দা শামীম আহমেদের স্ত্রী রাবেয়া সুলতানা পদ্ম জানায়, তিনি সরল বিশ্বাসে প্রতারক দম্পতি মো. রিপন ও জোসনা আক্তারের হাতে ৭০ হাজার টাকা তুলে দেন। কিন্তু এ প্রতারক দম্পতি পালিয়ে যাওয়ার পর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন সন্তান নিয়ে মানবেতর জীবন করছি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশীদ এমন অভিযোগ অস্বীকার করে বলেন, থানা সবার জন্য উন্মুক্ত। তবে আমি ছুটিতে থাকা অবস্থায় কয়েকজন মহিলা অভিযোগ নিয়ে থানায় এসেছে বলে শুনেছি।





খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী
দীঘিনালায় ইউপিডিএফ ও পিসিজেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা
বিমান দূর্ঘটনায় হতাহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবে দোয়া মাহফিল
খাগড়াছড়িতে একই দিনে এনসিপির পদযাত্রা ও কৃষক দলের কর্মসূচি