বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » মৌলভীবাজারের ধর্ষণ-নিপীড়নবিরোধী ছাত্র মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা
মৌলভীবাজারের ধর্ষণ-নিপীড়নবিরোধী ছাত্র মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে মৌলভীবাজারের প্রগতিশীল ছাত্র জোটের নারী ও শিশু ধর্ষণ-নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও নেতাকর্মীদের গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন এসব হামলা-আক্রমনের ঘটনা প্রমাণ করে ধর্ষক-নিপীড়কদের বড় অংশকে এরাই লালন করে আসছে; ছত্রছায়া প্রদান করছে। সরকারি দলের ছাত্র সংগঠনের মদদেই শিক্ষাঙ্গণসহ নানা ক্ষেত্রে ছাত্র নামধারী ধর্ষক-লম্পটেরা আজ বেপরোয়া। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু ধর্ষণ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ছাত্রী ও নারী ধর্ষণের সাথে এদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসছে। মুখে ছাত্রলীগের নেতারা ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ করলেও এরাই যে ধর্ষক-দুর্বৃত্তদের প্রধান আশ্রয় কেন্দ্র বারবার তা বেরিয়ে আসছে। এসব ঘটনার দায়দায়িত্ব অবশ্যই সরকার ও সরকারি দলকে বহন করতে হবে।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন আজও ব্রাক্ষ্মণাড়িয়াসহ দেশের কয়েকস্থানে পুলিশ ধর্ষণ বিরোধী সমাবেশে বাঁধা প্রদান করেছে; ব্যানার কেড়ে নিয়েছে।
সরকারি দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ‘প্রতিবাদের প্রয়োজন নেই’ এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবাদ-প্রতিরোধ না থাকলে গোটা দেশটাইতো ধর্ষক-দুর্বৃত্ত আর দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হবে। দেশটাকেই এরা দখল করে নেবে। তিনি এই ধরনের দায়িত্বহীন বক্তব্য প্রদান না করার জন্য নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানান। তিনি ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ আরো জোরদার করার ডাক দেন।
তিনি মৌলভীবাজারে মিছিলে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়