সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন
নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র শিশু রবিউল ও সিলেটের রায়হানকে নৃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপর প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত শিশু রবিউলের পিতা আকবর আলী ও মা গুলবানু বেগম কান্নাজড়িত কন্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের পুত্র হত্যার সঠিক বিচার চেয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি গ্রাম্য শালিসে সত্য স্বাক্ষী দেয়ায় শিশু রবিউলকে ঘাড় মটকে, চোখ উপড়ে ফেলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু গত ৮দিনে এ হত্যাকান্ডের এক আসামী ছাড়া কাউকে আটক করতে পারেনি থানা পুলিশ। এছাড়া বিগত এক বছরে সংগঠিত ৮টি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। বক্তারা শিশু রবিউলসহ সকল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে সিলেটের এসপি ফরিদ উদ্দিনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে সিলেটে রায়হান হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবীও জানান তারা।
ফাউন্ডেশনের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক শফিক আহমদ পিয়ারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার আনিছ উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, উপজেলা জাতীয় পার্টি নেতা এইচএম ফিরোজ আলী, বিএনপি নেতা সুনু মিয়া, প্রিন্সিপল উইমেন্স কলেজের প্রভাষক মুফতি ইসলাম উদ্দিন, সাংবাদিক নবীন সোহেল, যুবলীগ নেতা সামছুল ইসলাম, উপজেলা দর্জি কল্যাণ সমিতির সভাপতি এম. কাওছার আহমদ, উপজেলা ইয়ুথক্লাবের সাংগঠনিক সম্পাদক শিপন আহমদ, সংগঠক মুছন আলী প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে বিশ্বনাথ প্রেস ক্লাবের শোক
বিশ্বনাথ :: সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমেদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে সাংবাদিকতার জগৎ-এ যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহযে পূরণ হওয়ার নয়। সিলেটের প্রবীন সাংবাদিক আজিজ আহমেদ সেলিমের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত হয়েছি।
শোক প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম।
বিশ্বনাথে মারামারি আহত ২, ইউ/পি সদস্য গ্রেফতার
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। হামলায় বীর মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র ধর ও সাবেক ইউ/পি সদস্য কাঞ্চন চক্রবর্তী আহত হয়েছেন।
হামলায় গুরুত্বর আহত মুক্তিযোদ্ধাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র ধর আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার লামাকাজি ইউনিয়নের দত্তপুর প্রবাসী জামাল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র ধরের ভাতিজা শ্যামল চন্দ্র ধর বাদি হয়ে কাঞ্চন চক্রবর্তীসহ তিন জনকে অভিযুক্ত করে মামলা করেছেন।
মামলায় অজ্ঞাতনামা হিসেবে আরো তিন/চার জনকে আসামী করা হয়েছে। মামলার আসামী কাঞ্চন চক্রবর্তীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।
বিশ্বনাথে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ৭৫০গ্রাম গাজাসহ আজাদ মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সিলেটের একটি দল। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকা গ্রামের মৃত তহির আলীর ছেলে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের চাঁনপুর অটোরিকশা স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আজাদ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাজাসহ আটক করা হয়। পরে তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সিলেটের এসআই মোহাম্মদ আলী খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১৩) দায়ের করেন।
গাজাসহ আজাদ মিয়া আটক ও তার বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন চার্জ (ওসি) শামীম মুসা।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন