শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঘন কুয়াশা : কালীগঞ্জে বাস উল্টে নিহত-১, আহত-৫
ঘন কুয়াশা : কালীগঞ্জে বাস উল্টে নিহত-১, আহত-৫
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে মিরাজ হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের ওই স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ (২৩) উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস চুয়াডাঙ্গা। পথে ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মিরাজ নিহত হয়। আহত হয় বাসের থাকা যাত্রীদের মধ্যে ৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঐহিত্যবাহী জাহেদী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছে জাহেদী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের ব্যাপারীপাড়াস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন বিশিষ্ট ব্যবসায়ী জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। প্রাণবন্ত এ আলোচনায় অংশ নেন উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি এবং যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক চ্যানেল আই, যায়যায়দিন ও বাসাস এর প্রতিনিধি এডভোকেট শেখ সেলিম। বক্তারা সাংবাদিকদের চলমান ঝুকি এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ঝিনাইদহ জেলায় কর্মরত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন। ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের উত্তরোত্তর উন্নতির জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন, দীপ্ত টেলিভিশন ও নয়া দিগন্তের প্রতিনিধি আলাউদ্দীন আজাদ, দৈনিক জনতার আব্দুস সালাম, বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টু, ভোরের ডাক পত্রিকার আব্দুল হাই, গাজী টেলিভিশনের ওলিয়ার রহমান, বিডি জার্নালের মাহফুজুর রহমান, দি অবজারভার পত্রিকার জাফর উদ্দীন রাজু, মাছরাঙা টেলিভিশনের শাহরিয়ার রহমান রকি, যমুনা টেলিভিশন, দি ইন্ডিপেন্ডেন্ট ও সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি আহমেদ নাসিম আনসারীসহ অন্যান্যরা।
মহেশপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজার থেকে ৮ কেজি গাঁজাসহ মোতালেব হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। বুধবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত মোতালেব হোসেন মহেশপুর পৌরসভার জামতলা এলাকার ফজর আলীর ছেলে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় তারা। সংবাদের ভিত্তিতে ভৈরবা বাজার এলাকা অভিযান চালানো হয়। এসময় সন্দেহ হলে মোতালেবকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাসী করে উদ্ধার করা হয় ০৮ কেজি গাঁজা। এ ঘটনায় মহেশপুর থানায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে থানায় সোপর্দ করা হয়েছে।
কালীগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি ঘটনা থেমে নেই। কিছুদিন পর পরই উপজেলার কোন না কোন এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। সর্বশেষ মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত গনি মন্ডলের ছেলে শাহিনুর রহমান শাহিনের বাড়ির গোয়াল থেকে দুটি গরু চুরি হয়েছে। এতে এলাকার কৃষকদের মধ্যে গরুচোর আতঙ্ক বিরাজ করছে। গরুর মালিক জানান, প্রতিদিনের ন্যায় আমি মঙ্গলবার দিবাগত রাতে গোয়াল ঘরের দরজায় তালা দিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৪ টার দিকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা দুটিই ভাঙা এবং ঘরে থাকা দুটি গরু নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও গরুর সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানান, চুরি হওয়া গরুর মধ্যে একটি গাভী ও একটি ষাড় রয়েছে। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। স্থানীয়রা জনান, রঘুনাথপুর গ্রামে৩-৪ মাসের মধ্যে মোট ৮ টি গরু চুরি হয়েছে। এখন পর্যন্ত চুরি যাওয়া গরুর কোন হদিস মিলেনি আর এইসব গরু চুরির কারণে অনেকে সর্বশান্ত হয়ে গেছে। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পায়ইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাড়ি পেয়ে খুশি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়ি। ২০০৯ সালে বীরশ্রেষ্ঠের গ্রামের নাম হামিদনগর ঘোষণা করা হলেও আজও তা বাস্তবায়ণ হয়নি। সম্প্রতি শহীদ সিপাহী হামিদুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায় বিশাল বাজেটের চারতলা বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ চলছে। ৩ কোটিরও বেশি বাজেটের বীরশ্রেষ্ঠের পরিবারের জন্য এই বাড়িটি নির্মিত হচ্ছে। ঝিনাইদহ গণপূর্ত বিভাগ নিয়ন্ত্রাধিন এই বাড়িটি ২৬/১০/২০ তারিখে তৈরি কাজ শুরু করেন স্থানীয় এক ঠিকাদার। বাড়ির প্রতিটি ফ্লোরে থাকবে দুইটি ইউনিট। বিশাল এই বাজেটের চারতলা বাড়িটি পেয়ে খুশি বীরশ্রেষ্ঠের রহামানের পরিবার। শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছিলেন চার ভাই ও দুই বোনের সবার বড়। ১৬/১০/২০ তারিখে মারা যান সেজভাই শুকুর আলী। এর দু’বছর আগে স্ট্রোক করে মারা যান ছোট ভাই ফজলুর রহমান। ২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি মারা যান মা কায়দাছুন্নেছা। এখন জীবিত আছেন একমাত্র ভাই হামজুর রহমান ও দুই বোন। প্রতিমাসে সরকারের পক্ষ থেকে এই পরিবারকে ৩৫ হাজার টাকা ভাতা হিসাবে পাঁচটি হিসাব নম্বরে প্রদান করেন। কথা হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মেজভাই হামজুর রহমানের সাথে। জানালেন বর্তমান পরিবারের অতীত বর্তমান, সুখ দুঃখ আর মুক্তিুদ্ধের সেই দিনগুলির কথা। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা পরিবার সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েছে। অন্য কোন সরকারের আমলে আমাদেরকে এত সুযোগ সুবিধা পায়নি। ২৮ অক্টোবর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের মৃত্যু বার্ষিকী। চলতি বছর ছিল বীরের ৪৯ তম মৃত্যু বার্ষিকী। দিনটি উপলক্ষ্যে প্রতি বছর ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বীরশ্রেষ্ঠের গ্রাম খর্দ্দ খালিশপুরে নিজ নামে স্থাপিত কলেজে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০০৮ সালের ৯ মার্চ শহীদ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার বীর উত্তম (অবঃ) মেজর জেনারেল সিআর দত্ত। জাদুঘর উদ্বোধনকালে তত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল গ্রামের নাম হামিদনগর ঘোষনা দেন। তবে বীশ্রেষ্ঠের পরিবারের দাবি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজ ও স্মৃতি যাদুঘরের পাশে সরকারের পতিত ৩৭ বিঘা খাস জমি রয়েছে। এই জমিতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ইকো পার্ক তৈরি দাবি জানান তারা। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান এই পার্কের কাজে শুরু করেন। ইতোমধ্যে বীরশ্রেষ্ঠের পরিবারের পক্ষ থেকে তার মেজভাই হামজুর রহমান কমিউনিটি হাসপাতাল করার জন্য ক্রয়কৃত আট শতক জমি দান করেছেন। ফলকে মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের সংক্ষিপ্ত জীবনিতে আরো লেখা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগোনা জেলার চাপড়া থানার ডুমুরিয়া গ্রামে ১৯৫৩ সালে জন্ম গ্রহন করেন। বাবার নাম আক্কাছ আলী মন্ডল, মাতার নাম কায়ছুন্নেছা। ১৯৪৭-এর ভারত বিভাগের পর তাদের পরিবার যশোরের সীমান্তবর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামে স্থানয়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারী তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। পরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দক্ষিণ পূর্বে কমলগঞ্জ উপজেলার ধলই নামক স্থানে মুক্তি বাহিনীতে যোগ দেন। ২৮ অক্টোবর রাতে ধলইয়ের যুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শণ করে এলএমজি চালনারত অবস্থায় শত্রুপক্ষের দুইজনকে ঘায়েল করেন। তিনিও নিজেও শত্রুর গুলিতে শাহাদৎ বরণ করেন। পরে এই বীর সৈনিকের লাশ ধলই থেকে ৩০ কিলোমিটার দক্ষিলে ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত আমবাসা নামক স্থানে একটি মসজিদের পাশে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার আত্মত্যাগের স্বীকৃতি স্বরুপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। সুদীর্ঘ ৩৬ বছর পর ২০০৭ সালের ১১ ডিসেম্বর হামিদুরের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে এসে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করে বাংলাদেশ সরকার।
‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
ঝিনাইদহ :: ‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচী। এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি এ্যাড. শেখ ওয়াশিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টুসহ মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন। পরে শহরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। অপরদিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর সভাপতি শামীমুল ইসলাম শামিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রগতি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন। এসময় বক্তারা, মানবাধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
ঝিনাইদহে নারীদের মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন
ঝিনাইদহ :: তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে ঝিনাইদহে শুরু হয়েছে নারীদের মাসব্যাপী হকি প্রশিক্ষণ। বৃহস্পতিবার সকালে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ, ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীনসহ শিক্ষক, শিক্ষার্থীরা। প্রতিদিন বিকাল ৩ টায় তাদের প্রশিক্ষণ প্রদাণ করবেন প্রশিক্ষক জামাল হোসেন ও সুরাইয়া পারভীন। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন ছাত্রী হকি প্রশিক্ষণ গ্রহণ করবে।





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি