রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খেলা » বিজয় দিবস রোলার স্কেটিং প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দল চ্যাম্পিয়ন
বিজয় দিবস রোলার স্কেটিং প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দল চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “বিজয় দিবস রোলার স্কেটিং প্রতিযোগিতা-২০২০” শিরোনামে গত ১৭-১৯ ডিসেম্বর, ২০২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১৯ ডিসেম্বর শনিবার বিকালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেনবাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সভাপতি মো. আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসানসহ সকল কর্মকর্তাবৃন্দ।
বিজয় দিবস রোলার স্কেটিং প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ নামে (বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ) ৭টি দল গঠন করা হয়। রোলবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দল ৩-১ গোলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের পক্ষে দুটি গোল করেন হৃদয়। একটি গোল করেন রাসেল। রানার আপ দলের পক্ষে একমাত্র গোলটি করেন জুয়েল।
এদিকে স্পীড স্কেটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লেজার স্কেটিং ক্লাব। তারা জিতেছে স্বর্ন পদক ৬টি, রৌপ্য পদক ৬টি এবং ব্রোঞ্জ পদক ০১টিসহ মোট ১৩টি পদক। রানার আপ হয়েছে উত্তরা ফ্রেন্ডস ক্লাব। তারা জিতেছে ৬টি স্বর্ন, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক।





রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট