বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » অস্ট্রেলিয়ানদের নিরাপত্তা কারণ দেখিয়ে বাংলাদেশে সফর স্থগিত
অস্ট্রেলিয়ানদের নিরাপত্তা কারণ দেখিয়ে বাংলাদেশে সফর স্থগিত

অনলাইন ডেস্ক :: বাংলাদেশ সফর স্থগিত করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ফেসবুক পেজে এমন ঘোষণা দেয় অজি বোর্ড। তবে সিএ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে শিগগিরই সিরিজের নতুন সূচি ঘোষণা করবে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সংবাদমাধ্যমকে বলেন, এটা অনেক কঠিন এক সিদ্ধান্ত। তবে অস্ট্রেলিয়া সরকারের সর্বশেষ পরামর্শ ও আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মকর্তাদের পর্যবেক্ষণ শেষে এ সফর স্থগিত করা ছাড়া উপায় ছিল না আমাদের। সিরিজটি যাতে মাঠে গড়ায় এ জন্য আমাদের চেষ্টার কমতি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হলো না। আমাদের নিরাপত্তা কর্মকর্তারা বাংলাদেশে এ মুহূর্তে অস্ট্রেলিয়ান নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি দেখছেন। সিএ নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, আমরা আমাদের সিদ্ধান্ত ইতিমধ্যে বিসিবি ও আইসিসিকে (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) জানিয়েছি। আমরা জানি বাংলাদেশের ক্রিকেট কমিউনিটির কাছে এটা অনেক হতাশাজনক এক সিদ্ধান্ত। কিন্তু অস্ট্রেলিয়ার দিক চিন্তা করলে আমাদের কাছে দলের খেলোয়াড় ও কমকর্তাদের নিরাপত্তাটা সবার আগে। বিসিবি‘র সঙ্গে আলোচনা করে যত শিগগির সম্ভব সিরিজের নতুন সূচি ঘোষণা করবো আমরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশের পথে দেশ ছাড়ার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে আগের দিন দলের যাত্রা আটকে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ৯ই অক্টোবর প্রথম টেস্টে মাঠে নামার কথা ছিল দু’দলের।





অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস