বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » দাফনের ১২ দিন পর নির্মানাধীন বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার
দাফনের ১২ দিন পর নির্মানাধীন বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: দাফনের ১২ দিন পর কবর থেকে এক নারীর মরদেহ গায়েব হয়ে যায়। শেষ পর্যন্ত মরদেহটি পাওয়া গেছে নির্মাণাধীন দ্বিতীয় তলা একটি বাড়ির নিচ তলায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্ল্যাপুরের হাসানপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, সাদুল্ল্যাপুরের ধাপেরহাটের হাসান পাড়া গ্রামের মৃত তছুর মিয়ার স্ত্রী শতবর্ষী নছুমাই বেওয়া গত ৫ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে মারা যান। মুসলিম রীতিনীতি মেনে যথা নিয়মে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের ১২ দিন পর মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি রাতে কে বা কারা ওই মরদেহ কবর থেকে তুলে ১শ গজ দুরে একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের ভিতরে রেখে গেছে। ঘটনাটা জানাজানি হলে হাজার হাজার উৎসুক জনতা ওই কবর এবং মরদেহ দেখতে ভিড় করছেন। বুধবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে খবরটি নিশ্চিত করে সাদুল্ল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ মরদেহটি তুলে ওই বাড়িতে রেখে যেতে পারে।
এ ব্যাপারে ওই পরিবারের কেউই কোন অভিযোগ করেনি। তারা পুনরায় মরদেহ দাফনের প্রস্ততি নিচ্ছে বলে জানান তিনি।





নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোন আপোষ নেই
পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার