রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনাথে ইক্বরা’র ক্বেরাত মাহফিল
বিশ্বনাথে ইক্বরা’র ক্বেরাত মাহফিল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে আন্তর্জতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে ২য় জাতীয় ক্বেরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷ গত শুক্রবার রাতে উপজেলা সদরস্থ হাজী আব্দুল খালিক কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
সংস্থার সহ-সভাপতি মাওলানা জাকারিয়া রফিক’র সভাপতিত্বে এবং আবৃত্তিকার ও উপস্থাপক কবি মীম সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, আর্ক রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনতাসির আলী বলেন, কোরআন ও হাদিস ছাড়া ইনছাফ প্রতিষ্ঠা সম্ভব নয় ৷ একমাত্র আল কোরআনের সমাজ ব্যবস্থাই দিতে পারে শান্তি ৷ ইনছাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সকলকে কাজ করতে হবে ৷
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী ৷ অনুষ্ঠানে তেলাওয়াত করেন ক্বারী মোহাম্মদ ইসহাক (ফতেহপুর কামিল মাদ্রাসা), ক্বারী সাইদুল ইসলাম আসাদ (ঢাকা), ক্বারী আব্দুল্লাহ আল মামুন (হবিগঞ্জ), ক্বারী শফিকুর রহমান (নেত্রকোনা), ছৈলা কেন্দ্রীয় জামে সমজিদের খতীব হাফিজ মাওলানা ক্বারী জিয়াউল হক ও মাওলানা ক্বারী মোশাহিদ শিকদার (সিলেট)৷ অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন চট্রগাম আল মদীনা শিল্পীগোষ্ঠীর পরিচালক আসহাব উদ্দীন আল আজাদ, সংগীত শিল্পী আহমদ আব্দুল্লাহ, ইসহাক আলমগীর, বাংলা ফিউচার ভয়েজ (বিএফভি), চেতনা শিল্পীগোষ্ঠী ও ভোরের আলো শিল্পীগোষ্ঠী ৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষানুরী আব্দুল মতিন, সায়েফ আহমদ সায়েক, মাওলানা হাবিবুর রহমান, এনামুল হক, আবু সফিয়ান, মুফতি শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল মতিন ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ ৷





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি
হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত